হিন্দুস্তান কেবলস অফিসার্স কলোনির পরিত্যক্ত আবাসন থেকে উদ্ধার এক ব্যক্তির ঝুলন্ত দেহ
বেঙ্গল মিরর, কাজল মিত্র :-২৭ মার্চ বৃহস্পতিবার সকালে ডি এ ভি স্কুল সংলগ্ন কেবেলস ৬ নম্বর বাসস্ট্যান্ড থেকে উর্বশী সিনেমা হল যাওয়ার রাস্তায় যেখানে আশেপাশের এলাকার আবর্জনা ফেলা হয় ঠিক তারই বিপরীতে একটি
পরিত্যক্ত আবাসন রয়েছে ।সেই সেই আবাসনের মধ্যেই একটি পাখার হুকে ওই ব্যক্তিকে ঝুলে থাকতে দেখে কিছু মহিলা ।যারা নাকি ওই এলাকায় আবর্জনার স্তূপ থেকে প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করতে গিয়েছিল ।তারা আশেপাশে এই খবর দিতেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ।




পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে মৃতের পকেট থেকে একটি আধার কার্ড পায়।আধার কার্ড অনুযায়ী জানতে পারে মৃতের নাম মন্টু পাল। তাতে ঠিকানা লেখা রূপনারায়ণপুর সীমান্ত পল্লী। তবে পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে মন্টু বাবু তার পরিবারের লোকজনদের নিয়ে বৃদ্ধাশ্রম লাগোয়া একটি কোয়ার্টারে থাকতেন।তার পুত্র গোবিন্দ পেশায় অটোচালক। তার পরিবার সূত্রে জানা গেছে ২৫ মার্চ ভোরের দিকে মন্টুবাবু বাড়ি থেকে বের হয়েছিলেন। রূপনারায়ণপুর পুলিশ ঘটনার তদন্ত করছেন ।