BARABANI-SALANPUR-CHITTARANJAN

ঝাড়খণ্ডের তিন যুবক ৬ কেজি গাঁজা সহ গ্রেফতার

বেঙ্গল মিরর, বারাবনি ও আসানসোল, মনোজ শর্মা ও রাজা বন্দোপাধ্যায়ঃ প্রায় ৬ কেজি গাঁজা সহ ঝাড়খণ্ডের বাসিন্দা তিন যুবককে গ্রেফতার করলো আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের বারাবনি থানার পুলিশ। ধৃতদের মধ্যে একজনের নাম হলো অভয় বাউরি।বাকি দুজনের নাম গণেশ রায়। তাদের বাড়ি ঝাড়খণ্ডের নলা থানা এলাকায়।
বুধবার রাতে বারাবনি থানার পুলিশ বারাবনির বিন্দুডি মোড় এলাকায় এই অভিযান চালিয়েছিলো। তিনজন যে মোটরবাইকে করে আসছিলো, পুলিশ সেটিকেও আটক করেছে। বৃহস্পতিবার সকালে তিনজনকে আসানসোল জেলা আদালতে পেশ করে বারাবনি থানার পুলিশ ১০ দিনের হেফাজতে চায়। সেই আবেদনের ভিত্তিতে বিচারক তাদের জামিন নাকচ করে সাতদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।


জানা গেছে, বুধবার রাতে বারাবনি থানার পুলিশ গৌরান্ডি মেন থেকে অজয় নদী ঘাট যেতে বিন্দুডি মোড়ের কাছে নাকা চেকিং করছিলো। পুলিশের কাছে খবর ছিলো যে, ঝাড়খণ্ড থেকে বেআইনি কিছু জিনিস নিয়ে আসা হবে। সেই সময় ঝাড়খণ্ডের দওক থেকে একটি মোটরসাইকেলে তিনজন যুবক আসছিলো। তাদের সঙ্গে একটি ব্যাগ ছিলো। বারাবনি থানার পুলিশ তখন সেই মোটরবাইকটি দাঁড় করিয়ে তল্লাশি শুরু করে। সেই তল্লাশিতে
ব্যাগের মধ্যে প্যাকিং করা প্রায় ৬ কেজি মতো ( ৫ কেজি ৮০০ গ্রাম) গাঁজা পাওয়া যায়। সেই খবর পেয়ে সঙ্গে সঙ্গে বারাবনি থানার ওসি দিব্যেন্দু মুখোপাধ্যায় ও সার্কেল ইনস্পেক্টর অশোক সিনহা মহাপাত্র ঘটনাস্থলে পৌঁছান। তাদেরকে আনা হয় বারাবনি থানায়।


এই প্রসঙ্গে পুলিশের এক আধিকারিক বলেন, এই গাঁজা কোন জায়গা থেকে নিয়ে এসে কোথায় পাচার করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল, তা জানার চেষ্টা করা হচ্ছে। তিনজনকে গ্রেফতার করে ১০ দিনের পুলিশ হেফাজত চাওয়া হয়েছিলো। বিচারক ৭ দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেছেন। তাদেরকে এবার জেরা করে জানা যাবে যে, এই চক্রে আরো কে কে আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *