PANDESWAR-ANDAL

বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে যুবকের রহস্য মৃত্যু, ভাঙচুর, উত্তেজনা

বেঙ্গল মিরর, সার্থক কুমার দে, পাণ্ডবেশ্বর : বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে যুবকের রহস্য মৃত্যু । এলাকায় ভাঙচুর, উত্তেজনা । বৃহস্পতিবার পাণ্ডবেশ্বর এর কুমারডিহি গ্রামের ঘটনা ।বৃহস্পতিবার ভোরবেলায় কুমারডিহি গ্রামে রুইদাস পাড়ার একটি বাড়ি থেকে উদ্ধার হয় প্রতিবেশী বাউরী পাড়ার যুবক পল্লব (২২) বাউড়ির ঝুলন্ত মৃতদেহ । পুলিশ মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যাই । বাড়ির লোককে না জানিয়ে মৃতদেহ নিয়ে যাওয়ার ঘটনায় এলাকায় ছড়ায় উত্তেজনা ।

স্থানীয় সূত্রে জানা যায় মৃত পল্লবের পাশের পাড়ার এক বিবাহিত মহিলার সম্পর্ক ছিল । রাতে পল্লব চুপিসারে ওই মহিলার বাড়ি যাই । মহিলার স্বামী বিষয়টি দেখে ফেললে ওই যুবককে আটকে রাখে ঘরের মধ্যে । এর কিছুক্ষণ পর ওই ঘর থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয় । বিষয়টি চাউর হতে ছড়ায় উত্তেজনা । বেশ কয়েকটি বাড়ি ও দোকানে ঘটে ভাংচুরের ঘটনা । সাইকেল মোটরসাইকেল ও ভাঙচুর চালানো হয় । পুলিশকে লক্ষ্য করে চলে ইট বৃষ্টি । ইটের আঘাতে ডিসি অভিষেক গুপ্তা সহ কয়েকজন পুলিশ কর্মী আহত হন বলে স্থানীয় সূত্রে জানা যায় ।

উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশও পাল্টা লাঠিচার্জ করে বলে অভিযোগ । পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আশেপাশের থানা থেকে বিশাল পুলিশ বাহিনী ঘটনা স্থলে আসে । বেশ কয়েকজনকে আটক করে পুলিশ । এখনো এলাকায় রয়েছে চাপা উত্তেজনা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *