দুর্গাপুরে গ্যাস সিলিন্ডার ফেটে দোকানে আগুন, চাঞ্চল্য
বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করে বা ফেটে সাইকেলের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো। শুক্রবার সকালে এই ঘটনাটি ঘটেছে দুর্গাপুর পুরনিগমের ৩ নং ওয়ার্ডের উইলিয়াম কেরি এলাকায়। এই ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।যে সাইকেলের দোকানে আগুন লাগার ঘটনা ঘটেছে, সেখানে বেআইনিভাবে গ্যাস রিফলিংয়ের অভিযোগ উঠেছে। সাইকেল দোকানের আগুন ছড়িয়ে পড়ায়, পাশের একটি মুদির দোকানও ভস্মীভূত হয়ে।




এই আগুনে কুন্ডলি পাকানো কালো ধোঁয়ায় ঢাকে পাশে থাকা একটি সুস্বাস্থ্য কেন্দ্রও। আতঙ্কে স্বাস্থ্য কেন্দ্র ছাড়েন চিকিৎসক থেকে রোগীরা।
এই আগুনে পুড়ে যায়, এলাকায় লাগানো আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের দুটি সিসিটিভি ক্যামেরাও । আগুনের এই লেলিহান শিখায় বেশ কিছুক্ষনের জন্য বন্ধ হয়ে যায় দুর্গাপুরের ৩ নম্বর ওয়ার্ডের উইলিয়াম কেরি এলাকার গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল। আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। দমকলের দুটি ইঞ্জিন নিয়ে এলাকায় আসেন দমকলকর্মীরা। তারা বেশ কিছুক্ষনের চেষ্টায় আগুন নিভিয়ে ফেলেন। পুলিশ পরে পরিস্থিতি সামাল দেয়।
আগুনে পুড়ে যাওয়া মুদির দোকানের মালিক মিলন মন্ডল বলেন, তখন সকাল সাড়ে নটা বাজছে। দোকানে গ্রাহক ছিলেন। আচমকাই পাশের সাইকেল দোকানে কিছু ফাটার আওয়াজ পাই। বাইরে বেরিয়ে এসে দেখি, ঐ দোকানে রাখা গ্যাস সিলিন্ডার ফেটেছে। তার থেকে আগুন লাগে। আমার দোকানে আগুন ছড়িয়ে পড়ে। কোন মতে জল ঢেলে আগুন নেভানোর কাজ শুরু করি। পরে পুলিশ ও দমকলে খবর দেওয়া হয়।
তবে সাইকেল দোকানের মালিকের কোন খোঁজ পাওয়া যায় নি।
দমকলের তরফে বলা হয়েছে, গ্যাস সিলিন্ডার ফেটে ঐ সাইকেলের দোকানে আগুন লেগেছিলো বলে এলাকার বাসিন্দারা জানিয়েছেন। পরে পাশের একটা দোকানে আগুন ছড়িয়ে পড়ে।
পুলিশ জানায়, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।