ব্যবসায়ী ও সমাজসেবী পূর্ণেন্দু চৌধুরীর মাতৃশোক, শেষ ইচ্ছে অনুযায়ী করা হলো চক্ষুদান
বেঙ্গল মিরর, বার্নপুর, সৌরদীপ্ত সেনগুপ্ত : শিল্পাঞ্চলের ব্যবসায়ী ও সমাজসেবী পূর্ণেন্দু চৌধুরী ওরফে টিপুর মা গীতা রানী চৌধুরী ৭৩ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। তার মৃত্যুতে চৌধুরী পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। পূর্ণেন্দু চৌধুরী বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে যুক্ত। ছাত্র রাজনীতি থেকেই তিনি বামপন্থী বিরোধী রাজনীতিতে সক্রিয়। সমাজের বিভিন্ন স্তরের মানুষ তার মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তার মায়ের চোখও মরণোত্তর দান করা হয়েছিল। আসানসোল পুনর্দৃষ্টি হাসপাতালের আই ব্যাংকের টিম চোখ সংগ্রহ করেন যার প্রশংসা করছেন সমস্ত শুভানুধ্যায়ী।




পূর্ণেন্দু চৌধুরী বলেন, মায়ের আকস্মিক মৃত্যুতে তারা সকলেই মর্মাহত। তার ইচ্ছা ছিল তার চোখ মরণোত্তর দান করা হোক। তাই, তার শেষ ইচ্ছা পূরণ হলো। তার মা হয়তো এই পৃথিবীতে নেই, কিন্তু তার চোখ কারো চোখে আলো এনে দেবে। কারো জীবনে নতুন আলো আসবে। পারিবারিক সূত্র অনুযায়ী জানা গিয়েছে কালাঝাড়িয়া শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে।