ASANSOL

আসানসোলে খুব শীঘ্রই  মেডিক্যাল কলেজ : মন্ত্রী মলয় ঘটক

ইএসআই হাসপাতাল কলেজ অফ নার্সিংয়ের সমাবর্তনে মন্ত্রী মলয় ঘটক

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ আসানসোলের রবীন্দ্র ভবনে শনিবার সকালে আসানসোল ইএসআই হাসপাতাল কলেজ অফ নার্সিংয়ের সমাবর্তন ( ল্যাম্প লাইটিং ও কনভোকেশন) অনুষ্ঠান হয় । এই অনুষ্ঠানে কলেজ অফ নার্সিং থেকে পাশ করা শিক্ষানবীশ নার্সদের সার্টিফিকেট প্রদান করা হয়। পাশাপাশি যারা এই বছর ভর্তি হয়েছে তারা ল্যাম্প হাতে শপথ গ্রহণ করে। রাজ্যের আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদীপ জ্বালিয়ে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন।

তিনি বলেন, আজ এখান থেকে প্রশিক্ষণ নেওয়া নার্সরা আগামী দিনে দেশ ও সমাজের সেবা করবে। কলকাতার জোকার ইএসআই মেডিকেল কলেজ হাসপাতালের মতো আসানসোলেও তৈরির চেষ্টা করা হচ্ছে। এর অনুমোদনের জন্য ইএসআই কর্পোরেশনের কাছে পাঠানো হয়েছে। তিনি বলেন, গত কয়েক বছরে আসানসোলের ইএসআই হাসপাতালে চিকিৎসা পরিসেবায় পরিকাঠামোর উন্নতি করা হয়েছে। তা সে চক্ষু বিভাগ হোক বা দন্ত বিভাগ, ডায়ালাইসিস বিভাগ হোক বা অপারেশন থিয়েটার। প্রতিটি বিভাগে উন্নতি হয়েছে। ডেন্টাল বিভাগের জন্য এই হাসপাতালে আধুনিক একটি চেয়ার আনা হয়েছে। বিনামূল্যে ডায়ালাইসিস করা হচ্ছে। অপারেশন থিয়েটারের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। বলা যায় যে আসানসোলের এই হাসপাতালটি এখন এখানে কর্মরত শ্রমিক এবং অন্যান্য শ্রমিকদের চিকিৎসা ক্ষেত্রে চমৎকার পরিষেবা প্রদান করছে। তিনি আরো বলেন, আগামী দিনে এই হাসপাতালকে আরও উন্নত করার চেষ্টা করা হচ্ছে।


আসানসোল ইএসআই হাসপাতালের সুপারিন্টেন্ডেন্ট ডাঃ অতনু ভদ্র বলেন, রাজ্য সরকার বিশেষ করে মন্ত্রী মলয় ঘটক এই হাসপাতালের পরিকাঠামো উন্নয়নে সবরকম ভাবে সহযোগিতা করেন। এই হাসপাতালের শয্যা সংখ্যা বেড়ে খুব তাড়াতাড়ি ২০০ হতে চলেছে।
অন্যদিকে, এই কলেজ অফ নার্সিং থেকে পাশ করা নার্সেরা বলেন, আমরা এখানে গত চার বছর ধরে প্রশিক্ষণ নিয়েছি। এখানকার পরিবেশ খুবই ভালো। শিক্ষকরা যেভাবে প্রশিক্ষণ দেন, আমাদের জন্য জরুরি। আমরা আমাদের কাজ সম্পর্কে অনেক কিছু শিখতে পারি যা ভবিষ্যতে আমাদের জন্য খুবই উপকারী হবে।


এদিনের অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন জামুড়িয়ার বিধায়ক হরেরাম সিং, আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, পুর চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায়, ডাঃ ময়ূখ রায়, ডেপুটি ডিরেক্টর প্ল্যানিং এন্ড প্রজেক্টস ( ই এস আই এমবি স্কীম), ডাঃ দীপাঞ্জন বক্সী, সুপারিনটেনডেন্ট ( ইএসআই দুর্গাপুর), ডাঃ দীপাঞ্জন বক্সী ( সুপারিন্টেন্ডেন্ট ইএসআই কল্যানী) ডাঃ পিএস দত্ত ( ডেপুটি সুপার আসানসোল ইএসআই) ও সরিতা ভট্টরাই ( প্রিন্সিপাল ইনচার্জ, কলেজ অফ নার্সিং, আসানসোল ইএসআই)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *