ASANSOL

আসানসোলে নির্মীয়মান রিজার্ভারে নেমে মৃত্যু দুজনের

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ Asansol Latest News একটি বাড়িতে নির্মীয়মান আন্ডারগ্রাউন্ড রিজার্ভারে নেমে বাঁশ খুলতে গিয়ে মৃত্যু হলো দুজনের। সোমবার সকালে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার আসানসোল পুরনিগমের ৮৩ নং ওয়ার্ডের আসানসোলের হিরাপুর থানার ইসমাইল ৬০ ফুট রোডে বাউরি পাড়ায়। মৃতদের পরিচয় পাওয়া যায় নি। তাদের বয়স আনুমানিক ৪০ ও ৪২ বছর। জানা গেছে, তারা এক মিস্ত্রির হয়ে নির্মাণ কর্মী হিসেবে কাজ করতেন। নবনির্মিত বাড়ির ভূগর্ভস্থ বা আন্ডারগ্রাউন্ড রিজার্ভারে কাজ করতে নেমে দুই নির্মাণ কর্মীর মর্মান্তিক মৃত্যুর এই ঘটনায় গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
ঘটনার খবর পেয়ে এলাকায় আসে হিরাপুর থানার পুলিশ ও আসানসোল দমকল বাহিনীর কর্মীরা। আসেন ৮৩ নং ওয়ার্ডের কাউন্সিলর মহঃ হাসরাতুল্লা ওরফে বাপি। নবনির্মিত বাড়ির আন্ডারগ্রাউন্ড রিজার্ভারে দুই নির্মাণ কর্মীকে অচৈতন্য অবস্থায়  আসানসোল দমকল বাহিনীর কর্মীরা  স্থানীয় বাসিন্দাদের সাহায্যে উদ্ধার করেন।  পরে দুজনকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।


জানা গেছে,  আসানসোল শহরের ইসমাইল এলাকার ৬০ ফুট রোডের হোমিওপ্যাথি কলেজ বাউড়ি পাড়ার কাছে একটি বাড়িতে সিঁড়ির নিচে রিজার্ভার তৈরির কাজ চলছিল। সেই কাজের পরে এদিন সকালে দায়িত্বে থাকা  রাজমিস্ত্রি এক নির্মাণ কর্মীকে রিজার্ভারের ভিতরে বাঁশ খুলতে নামান। তখন সে অচৈতন্য হয়ে পড়েন। এরপর তাকে তুলতে আরো একজন নামে। সেও অচৈতন্য হয়ে পড়েন।


ঘটনার পরে বাড়ির মালিক প্রকাশ বার্নওয়াল ও রাজমিস্ত্রী   স্থানীয় লোকজনদেরকে খবর দেন। সবাই মিলে তাদের ট্যাঙ্ক থেকে বের করার চেষ্টা করেন, কিন্তু তারা সফল হতে পারেননি। এরপর কংগ্রেস নেতা শাহ আলম খান এবং স্থানীয় ওয়ার্ড কাউন্সিলার মহহ হাসরাতুল্লা খানকে খবর দেওয়া হয়। তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।
শাহ আলম জানান, এই ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা হিরাপুর থানা এবং আসানসোল দমকল বিভাগকে জানাই। দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। অনেক চেষ্টার পর দুজনকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়।


বাড়ির মালিক প্রকাশ বার্ণওয়াল বলেন, আমি এই বাড়িটি গত এপ্রিল মাসে কিনেছিলাম। আগে এই বাড়ির সামনে রিজার্ভার ছিল। কিন্তু বাস্তু দোষের কারণে আমি সেটিকে সেপটিক ট্যাঙ্ক করি। এরপর বাড়ির সিঁড়ির নিচে একটি নতুন করে আন্ডারগ্রাউন্ড রিজার্ভার  তৈরির কাজও চলছিল। আমার মনে হচ্ছে রিজার্ভারের ভিতরে গ্যাসের কারণে এই ঘটনা ঘটেছে।


অন্যদিকে,  হাসরতুল্লা খান বলেন, আমি এদিন সকালে জানতে  পেরেছি যে এই বাড়িতে নির্মাণ কাজ চলাকালীন ট্যাঙ্কের ভিতরে দুজন ব্যক্তি অজ্ঞান হয়ে পড়েছেন। আমি সঙ্গে সঙ্গে  ঘটনাস্থলে পৌঁছে পুলিশ এবং দমকল বিভাগকে জানাই। দমকলকর্মীরা দুজনকে বার করে হাসপাতালে পাঠিয়েছে। দুজনেই অচৈতন্য অবস্থায় ছিলেন। পরে তারা মারা গেছেন তিনি বলেন, এই দুজন আসানসোলের ৯৪ নম্বর ওয়ার্ডের ঘুটঘুটি পাড়ার বাসিন্দা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *