আসানসোলে বাড়িতে অগ্নিকাণ্ড, এলাকায় আতঙ্ক, সরু রাস্তায় যেতে পারলোনা দমকলের ইঞ্জিন
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দ্যোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ আসানসোলের হিরাপুর থানার আসানসোল পুরনিগমের ৮৪ নম্বর ওয়ার্ডের ইসমাইলের বিবেকানন্দ পল্লীর কোড়া পাড়া এলাকায় একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। সোমবার সকালে এই ঘটনাটি ঘটে। এলাকাটি ঘন বসতি হওয়া আগুন লাগার খবরে স্থানীয় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার খবর পাওয়া মাত্রই দমকল বাহিনীর কর্মীরা একটি ইঞ্জিন নিয়ে এলাকায় আসেন। হিরাপুর থানার পুলিশও ঘটনাস্থলে পৌঁছায়।




খবর পেয়ে এলাকায় আসেন ওয়ার্ড কাউন্সিলর তথা আসানসোলের পুরনিগমের ৬ নং বোরো চেয়ারম্যান ডাঃ দেবাশীষ সরকার। বেশ কিছুক্ষনের চেষ্টায় দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুন লাগার সময় বাড়িতে কেউ না থাকায় এই ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটে নি। তবে বাড়ির ভেতরে থাকা বিভিন্ন জিনিস পুড়ে যাওয়ায় ক্ষয়ক্ষতি অনেকটাই হয়েছে। ঐ ঘরের মধ্যে একটা ছোট গ্যাস সিলিন্ডার ছিলো। আগুন লাগলেও, ঐ গ্যাস সিলিন্ডারের কিছু হয়নি। তাই বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচে গোটা এলাকা। জানা গেছে, ইসমাইলের বিবেকানন্দ পল্লীর এই বাড়িতে থাকেন দম্পতি বিজয় দাস ও আরতি দাস। তারা এদিন সাতসকালেই নিজেদের কাজে ঘরে তালা বন্ধ করে চলে যান। আরতীদেবী বাড়িতে বাড়িতে পরিচারিকা ও বিজয় দাস মালির কাজ করেন।
তারা বেরিয়ে যাওয়ার বেশ কিছুক্ষন পরেই স্থানীয় মানুষেরা ঐ বাড়ি থেকে আগুন লাগার কারণে ধোঁয়া বের হতে দেখেন। স্বাভাবিক ভাবেই এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়।
পুলিশ এবং দমকল বিভাগের আধিকারিকরা আগুন লাগার ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছেন। প্রাথমিকভাবে তাদের অনুমান , শর্ট সার্কিট বা অন্য কোন কারণে আগুন লেগেছে। তবে তদন্ত শেষ হওয়ার পরেই প্রকৃত কারণ জানা যাবে তারা বলেন।
এদিকে, সরু রাস্তার কারণে দমকল কর্মীরা বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারেননি। তাই স্থানীয় লোকজনেরা বালতি করে জল ঢেলে আগুন নেভাতে শুরু করেন। পরে দমকলকর্মীরা হাতে লাগান।
এই প্রসঙ্গে বোরো চেয়ারম্যান বলেন, আমি বা বর্তমান পুর বোর্ড কি আর করতে পারি। বর্তমান পুর বোর্ড আসার অনেক আগে থেকেই এলাকার এই অবস্থা। কেউ ভাবেনি কোন বিপদ হলে দমকল ও এ্যাম্বুলেন্স এলাকায় ঢুকবে কি করে? যে, যার মতো করে বাড়ি তৈরি করেছেন।