আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহার প্রধানমন্ত্রীর কাছে ত্রাণের আবেদন, মায়ানমার ও থাইল্যান্ডে ভয়াবহ ভূমিকম্প নিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও দেব ভট্টাচার্যঃ মায়ানমার এবং থাইল্যান্ডে আঘাত হানা ভয়ঙ্কর ভূমিকম্প গোটা বিশ্বকে স্তব্ধ করে দিয়েছে। এই প্রাকৃতিক বিপর্যয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে আসানসোলের তৃনমুল কংগ্রেসের সাংসদ তথা প্রবীণ অভিনেতা শত্রুঘ্ন সিনহা সোশ্যাল মিডিয়ায় ( এক্স হ্যান্ডেল) পোষ্ট করে তার সমবেদনা জানিয়েছেন। তিনি এই প্রাকৃতিক বিপর্যয়কে “বিরল এবং হৃদয়বিদারক” বলে উল্লেখ করে জানিয়েছেন যে, যারা প্রিয়জন হারিয়েছেন এবং আহত হয়েছেন তাদের জন্য তার হৃদয়ে গভীর বেদনা ও উৎকণ্ঠা রয়েছে। এই নিয়ে প্রবীণ সাংসদ রবিবার ও সোমবার পরপর দুদিন নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেন।




শত্রুঘ্ন সিনহা লিখেছেন, “এটি জাতীয়তার প্রশ্ন নয়, এটি মানবতার প্রশ্ন। আমাদের সম্মানিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবসময় ‘বসুধৈব কুটুম্বকম’ অর্থাৎ বিশ্ব এক পরিবার, এই বিশ্বাসে দৃঢ়।” তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রধানমন্ত্রীর কার্যালয় বা পিএমওর কাছে আবেদন জানিয়েছেন যে, ক্ষতিগ্রস্ত মানুষদের অবিলম্বে ত্রাণ প্রদান করা হোক। পাশাপাশি তিনি প্রস্তাব দিয়ে বলেছেন যে, দেশে যে সমস্ত সাংসদ আছেন, সেই সাংসদদের তাদের এমপি ল্যাড বা এমপি ফান্ড থেকে ১৫/২০ লক্ষ টাকা দেওয়ার অনুমতি দেওয়া হোক। যাতে এই মানবিক সংকটে কিছুটা সাহায্য করা যায়।
সাংসদ সিনহা আরো বলেছেন, প্রধানমন্ত্রী যদি চলচ্চিত্র শিল্প, বিশেষ করে বর্তমান ও প্রাক্তন তারকা এবং বড় প্রযোজকদের কাছে আবেদন করেন, তবে মানুষ উৎসাহিত হবে এবং এই বিপর্যয়ের জন্য একত্রিত হয়ে সাহায্য করবে। তিনি তার পোস্টে
@narendramodi এবং @PMOIndia কে ট্যাগ করে দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছেন।
প্রসঙ্গতঃ, দুই দেশের এই ভূমিকম্পে হাজারেরও মানুষ প্রাণ হারিয়েছেন। কয়েক হাজার আহত হয়েছেন। হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের বাড়িঘর সব শেষ হয়ে গেছে। দুটি দেশের মানুষেরা বলতে গেলে রাস্তায় এসে দাঁড়িয়েছেন। এই ঘটনার পরে ভারত সহ একাধিক দেশ ও আন্তর্জাতিক সংগঠন ত্রাণ কার্যে নেমেছেন। সবাই সাহায্যের হাত বাড়িয়েছেন।