দুর্গাপুরে জাতীয় সড়কে বেপরোয়া গাড়ির ধাক্কা দুটি মোটরবাইকে, মৃত ২, আহত ১
বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ ( DURGAPUR ACCIDENT NEWS ) পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের কাঁকসার বিরুডিহায় মর্মান্তিক পথ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে একটি ছোট চারচাকা গাড়ি পরপর দুটি মোটরবাইকে ধাক্কা মারে। তাতে দুই মোটরবাইক চালকের মৃত্যু হয়। গুরুতর আহত হন আরো এক বাইক আরোহী। ঘটনাটি ঘটেছে বুধবার সকাল দশটা নাগাদ কাঁকসা থানার বিরুডিহায় ১৯ নম্বর জাতীয় সড়কের দুর্গাপুরগামী রাস্তায়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ আসে। আহত তিনজনকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের চিকিৎসক দুজনকে মৃত বলে ঘোষণা করেন। বাকি একজনকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। মৃতরা হলেন পানাগড় বাজারের রাজকুমার ধীবর (৩০) ও প্রয়াগপুরের গোপাল দে (৩৫)।




পুলিশ সূত্রে জানা গেছে, এদিন সকাল দশটা নাগাদ বুদবুদের দিক থেকে একটি ছোট চারচাকা গাড়ি দুর্গাপুরের দিকে যাচ্ছিলো। কাঁকসা থানায় বিরুডিহায় ১৯ নং জাতীয় সড়কে সেই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি মোটরবাইকে ধাক্কা মারে। সেই মোটরবাইকে চালক সহ দুজন ছিলেন। গাড়ির ধাক্কায় সেই দুইজন আরোহী রাস্তার ধারে ছিটকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। এরপর ছোট গাড়িটি আবার ১০০ মিটার দূরে আরো একটি মোটরবাইকে ধাক্কা মারে। তাতে চালক ছিলো। ধাক্কায় তিনি রাস্তা ছিটকে পড়ে গুরুতর জখম হন। দুর্ঘটনার জেরে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। গাড়ি চলাচল স্বাভাবিক ভাবেই কিছুক্ষণের জন্য ব্যহত হয়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতির সামাল দেয়।
পুলিশ জানায়, গাড়ি চালক ও যাত্রীদের খোঁজ পাওয়া যায় নি। গাড়িটি আটক করা হয়েছে। মৃত ও আহত মোটরবাইক চালক ও আরোহীর পরিবারের সদস্যরা খবর পেয়ে হাসপাতালে এসেছেন।