রানিগঞ্জে বাড়ির ছাদে আগুন, এলাকায় আতঙ্ক
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ :: রানিগঞ্জের অন্নপূর্ণা লেনের কীর্তনিয়া পাড়ায় ফল সংরক্ষণের জন্য ব্যবহৃত একটি প্লাস্টিকের ক্রেটে আগুন লাগার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ৯৩, রানিগঞ্জ।
সূত্রের খবর, যমুনা সাও এবং ভিকি সাওর তিনতলা বাড়ির বারান্দায় রাখা একটি প্লাস্টিকের ক্রেটে হঠাৎ শর্ট সার্কিটের কারণে আগুন লেগে যায়। আগুনের লেলিহান শিখা বেড়ে যাওয়ার সাথে সাথে স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে দমকল বিভাগকে খবর দেয়।













তবে দমকল বাহিনী আসার আগেই এলাকার মানুষ বিচক্ষণতা দেখিয়ে ছাদে রাখা জলের ট্যাঙ্ক থেকে জল ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় জনগণের তৎপরতার কারণে এই বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে এবং কোনও বড় ক্ষয়ক্ষতি হয়নি।





