জামুড়িয়ায় নোংরা জলের প্রতিবাদে মহিলাদের পথ অবরোধ, পুলিশের সঙ্গে বচসা
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, জামুড়িয়া: জামুড়িয়ার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা আজ নোংরা জলের সমস্যার প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন। এলাকার মহিলারা হাতে নোংরা জলের পাত্র নিয়ে পুলিশের ব্যারিকেড রাস্তায় রেখে পথ অবরোধ করেন। তাঁদের অভিযোগ, প্রায় ছয় মাস ধরে কল থেকে নোংরা জল আসছে এবং বারবার অভিযোগ জানানোর পরও কোনও সমাধান হয়নি।




এদিন পুলিশ প্রশাসন বিক্ষোভ সরাতে গেলে মহিলাদের সঙ্গে তাঁদের তুমুল বচসা শুরু হয়। পরে পুলিশ চার দিনের মধ্যে ভালো জল সরবরাহের আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন ধরে নোংরা জলের সমস্যা চলছে, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়ে উঠেছে। প্রশাসনের আশ্বাসে এদিনের জন্য পথ অবরোধ তুলে নেওয়া হলেও, মহিলারা জানিয়েছেন, যদি সময়মতো সমস্যার সমাধান না হয়, তবে তাঁরা আবারও আন্দোলনে নামবেন।