পুকুর ভরাটকরে অবৈধ নির্মাণ এর অভিযোগ তুললেন বোরো চেয়ারম্যান
বেঙ্গল মিরর, কাজল মিত্র:- এবার আসানসোল এর পর কুলটি বিধানসভার ৬৪নম্বর ওয়ার্ডের কুলটি কলেজ মোড় সংলগ্ন জিটি রোড পার্শ্ববর্তী এলাকায় পুকুর ভরাট করে অবৈধ নির্মাণের অভিযোগ উঠে আসে।যা অভিযোগ তুলে সরব হন বোরো চেয়ারম্যান চৈতন্য মাজি। চৈতন্য মাজি অভিযোগ করেন পুনুড়ি মৌজার ৭৪০ দাগ নম্বর প্রায় ৯২ শতক জায়গা রয়েছে বিজয় মাজি সহ আরো অনেকে দখল করে রেখেছে।অভিযোগ বিভিন্ন প্রশাসনিক দপ্তরে জানানো হয়েছেন বলে জানান।




অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে কুলটি ভূমি সমষ্টি উন্নয়ন দপ্তরের ও আসানসোল পৌরসভার পক্ষ থেকে পরিদর্শনে করেন। তবে তারা পরিদর্শনে এসে বাইরের দরজা বন্ধ থাকায় খালি হাতে ফিরে যেতে হয়।পরিদর্শনে আসানসোল পৌরসভার এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বোরো ১০ সুধাময় হাজরা বলেন অভিযোগের ভিত্তিতে আমরা পরিদর্শনে এসেছি কি অভিযোগ রয়েছে তা ক্ষতিয়ে দেখা হবে।
বিষয়টি নিয়ে বোরো চেয়ারম্যান চৈতন্য মাজি বলেন অভিযোগ আসার পর সমস্ত দিক ক্ষতিয়ে যৌথ একটি পরিদর্শন করা হলো। তবে পরিদর্শনে গিয়ে তারা বাড়িতে না থাকায় বাড়ির বাইরে থেকেই কিছুটা পরিদর্শন করা হয়েছে।অভিযোগ রয়েছে পুকুর ভরাট করে অবৈধ নির্মাণ করা হয়েছে। তবে বিষয়টি ফোনের মাধ্যমে মেয়র বিধান উপাধ্যায়কে জানানো হয়েছে, তিনি বলেছেন পুনরায় একটি তারিখ ঠিক করে পরিদর্শন করা হবে।