আসানসোল জেলা হাসপাতালে চালু ” মা ক্যান্টিন “
উদ্বোধনে মন্ত্রী মলয় ঘটক, মাত্র ৫ টাকায় মিলবে ভাত, ডিম ও তরকারি
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ আসানসোল জেলা হাসপাতালে শনিবার থেকে চালু হলো ” মা ক্যান্টিন”। এদিন এক অনুষ্ঠানে এর উদ্বোধন করেন রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক। এছাড়াও ছিলেন আসানসোল জেলা হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডাঃ নিখিল চন্দ্র দাস, আসানসোল পুরনিগমের মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায় সহ আসানসোল জেলা হাসপাতালের অন্যান্য আধিকারিক, চিকিৎসক ও নার্সেরা। আসানসোল পুরনিগমের ব্যবস্থাপনায় এদিন থেকেই চালু মা ক্যান্টিনে মাত্র ৫ টাকায় ভাত, ডাল, তরকারি ও ডিমের মতো খাবার দেওয়া হবে।




এই প্রসঙ্গে মন্ত্রী বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীকে বিনামূল্যে রেশন দেন। তা সত্ত্বেও, কেউ যাতে ক্ষুধার্ত না থাকে তা নিশ্চিত করার জন্য, কেবল হাসপাতাল প্রাঙ্গণের ভিতরেই নয়, বিভিন্ন স্থানেও এই ধরণের ক্যান্টিন খোলা হয়েছে। এদিন আসানসোল জেলা হাসপাতালে এই ক্যান্টিনটি খোলা হলো। তিনি আরো বলেন, জেলা হাসপাতালে চিকিৎসার জন্য আসা রোগীর পরিবারের সদস্যদের জন্য এই ক্যান্টিন খুবই উপকারী হবে।
আসানসোল জেলা হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডাঃ নিখিল চন্দ্র দাস বলেন, প্রাথমিক পর্যায়ে ৩০০ জনের জন্য মাত্র ৫ টাকায় খাবারের ব্যবস্থা করা হয়েছে। এটি রোগীর পরিবারের সদস্যদের জন্য খুবই দরকারি ও প্রয়োজনীয়। কারণ জেলা হাসপাতালে ভর্তি রোগীদের জেলা হাসপাতালের ক্যান্টিন থেকে খাবার সরবরাহ করা হয়। তবে তাদের পরিবারের জন্য কম পয়সায় পেট ভরানোর মতো খাবার পাওয়া খুবই সমস্যার। বিশেষ করে গরীব মানুষদের জন্য। এমন পরিস্থিতিতে, জেলা হাসপাতালে চিকিৎসার জন্য আসা ব্যক্তিদের পরিবারের সদস্যদের জন্য মা ক্যান্টিন খুবই উপকারী হবে। ক্যান্টিন খোলার পর তারা অনেক সুবিধাও পাবেন। সুপার বলেন, আপাততঃ ৩০০ জনের খাবারের ব্যবস্থা করা হয়েছে। পরে তা বাড়ানোর পরিকল্পনা আছে।