RANIGANJ-JAMURIA

চাকরি বাতিলের বিরুদ্ধে পথ অবরোধ করে বিক্ষোভ বামেদের

বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ   :   চাকরি বাতিলের বিরুদ্ধে পথ অবরোধ করে বিক্ষোভ বামেদের। শনিবার বিকেলে তারা এই দাবিতে কয়েক মিনিটের জন্য 60 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় সিয়ারসোলের রাজবাড়ী মোড়ে। এদিন ২৬ হাজার শিক্ষক শিক্ষা কর্মীদের চাকরি বাতিলের প্রতিবাদে বিক্ষোভ আন্দোলন করে বাম ছাত্র সংগঠন এসএফআই, যুব সংগঠন ডি ওয়াই এফ আই , সারা ভারত কৃষক সভা , ও বাম শ্রমিক সংগঠনের সদস্যদের সাথেই বাম মহিলা সংগঠন।

শনিবার তারা রানীগঞ্জের রাজবাড়ী মোড়ে প্রথমে পথসভা করে প্রতিবাদ জানাই, পরবর্তীতে ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে দেখায় বিক্ষোভ। আওয়াজ তোলে এই চাকরি বাতিলের দায় মুখ্যমন্ত্রী ও শিক্ষা মন্ত্রী কে নিতে হবে। যোগ্য প্রার্থীদের স্কুলে ফেরাতে হবে। বিদ্যালয় গুলিতে শিক্ষক শূন্য হয়ে গেলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে সাধারণ ঘরের ছাত্রছাত্রীরা। তাই অবিলম্বে স্বচ্ছ নিয়োগের মাধ্যমে সমস্ত যোগ্য শিক্ষকদের নিয়ে আসতে হবে এই দাবি জানিয়ে সমস্ত বামপন্থী গণসংগঠনগুলির পক্ষ থেকে আজকে রাজবাড়ী মোড়ে বিক্ষোভসভা ও কিছুক্ষণের জন্য রাস্তা অবরোধ হয়। বিক্ষোভ সবাই বক্তব্য রাখেন বস্তি সংগঠনে জেলা সম্পাদক সঞ্জয় প্রামাণিক , যুবনেতা আকাশ ভট্টাচার্য, শিক্ষক নেতা শতাব্দীশ মাঝি, প্রাক্তন শিক্ষক নেতা আশীষ শর্মা, মৈনাক মন্ডল ফাল্গুনী চ্যাটার্জী প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *