BARABANI-SALANPUR-CHITTARANJAN

সামডি রামনবমী উৎসব কমিটির পক্ষ থেকে অভিনব শোভাযাত্রা

বেঙ্গল মিরর, কাজল মিত্র :- গতকাল রামনবমী,তাই সালানপুর ব্লকের সামডি বাথানডাঙ্গ থেকে মুক্তাইচন্ডী সদরদার পর্যন্ত এক অভিনব শোভাযাত্রা অনুষ্ঠিত হয় সামডি রামনবমী উৎসব কমিটির পক্ষ থেকে।যেখানে নগরকীর্ত্তন ও জয় শ্রী রামের ঝাণ্ডা সহ রাম,সীতা, লক্ষণ ও বজরংবলীর পোশাক ধারণ করে শোভাযাত্রার প্রথম সারিতে হাঁটতে দেখা যায়।দেখা যায় মহিলাদের নগর কীর্ত্তন করতে। এদিনের মিছিলে উপস্থিত ছিলেন,
পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাসপাতি মন্ডল , এলাকার সমাজসেবী স্বপন মণ্ডল, গৌরাঙ্গ তেওয়ারি , সামডি পঞ্চায়েত প্রধান আনমিকা মন্ডল ,সহ গ্রামের বহু মানুষ ।

এদিন সমাজ স্বপন মন্ডল  জানান ভগবান রাম তিনি শান্তির বার্তা দিতেন।তারই ধারাবাহিকতায় আমরা রামনবমির আগের দিন একটি নগর কীর্তন এর  মধ্য দিয়ে  এক শোভাযাত্রার আয়োজন করেছি।যেখানে কয়েক হাজার ভক্ত উপস্থিত ছিলেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *