দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয়ের পড়ুয়াদের প্রতিবাদ মিছিল
বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দ্যোপাধ্যায়ঃ অগ্নিমূল্য ওষুধের দাম। জীবন দায়ী ওষুধের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে সোমবার দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয় বা গভর্নমেন্ট কলেজের পড়ুয়াদের নিয়ে একটি প্রতিবাদ মিছিল করা হয়। এই মিছিল দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয় থেকে শুরু হয়ে অমরাবতী মোড় ঘুরে আবার মহাবিদ্যালয়ে এসে শেষ হয়।




জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক শুভজ্যোতি মজুমদার বলেন, বর্তমান কেন্দ্রীয় সরকার ধীরে ধীরে সব জিনিসপত্রের দাম বাড়াচ্ছে। শুধু তাই নয়, জীবনদায়ী ওষুধ ক্যান্সার থেকে শুরু করে বিভিন্ন নিত্য প্রয়োজন একাধিক ওষুধের দাম একলাফে অনেকটাই বেড়ে গেছে। যে কারণে সাধারণ মানুষের জীবন আজকে মরণাপন্ন জায়গায় পৌঁছে গেছে আমরা এর বিরুদ্ধে পশ্চিমবঙ্গ সাধারণ মানুষদেরকে সঙ্গে নিয়ে তৃণমূল কংগ্রেস প্রতিবাদ করতে রাস্তায় নেমেছে। তার সাথে সাথে তৃণমূল ছাত্র পরিষদ প্রতিবাদ করছে। এই প্রতিবাদ আরো বৃহত্তর স্তরে হবে বলে তিনি জানান।