গরু ব্যাবসায়ী অপহরণকে কেন্দ্র করে চাঞ্চল্য, কয়েক ঘণ্টার মধ্যে উদ্ধার
বেঙ্গল মিরর, কাজল মিত্র :- পশ্চিম বর্ধমান জেলার সালানপুর থানার অন্তর্গত কালিপাথর এলাকা থেকে মঙ্গলবার সাত সকালে এক গরু ব্যাবসায়ী কে অপহরণের ঘটনায় এলাকায় চঞ্চল্য ছড়ায়।জানা যায় ব্যাবসায়ী শামসুল আনসারী (৫৩)কালিপাথর থেকে ধাঙ্গুড়ি হয়ে মেহিজাম যাওয়ার পথে কানগুই এলাকা থেকে ওই ব্যক্তিকে অপহরণ করে অপহরণ কারীরা। পরিবারের সদস্যদের কাছে মুক্তিপন চেয়ে ফোন করেন অপহরণ কারীরা ।




ঘটনার খবর পেয়ে ঘটনা তদন্ত নেমে পুলিশ অপহরণ কারীদের খোঁজে তল্লাশি শুরু করে।পুলিশ সূত্রে খবর ওই অপহরণ হওয়া ব্যাক্তি কে উদ্ধার করা হয়েছে একই সাথে একটি চারচাকা গাড়ি সহ গ্রেফতার করা হয় অপহরণ কারীদের। এরপর অপহরণ কারি ব্যক্তির পরিজনেরা সালানপুর থানায় রূপনারায়নপুর পুলিশ ফাঁড়িতে এসে চারচাকা গাড়িটি তে ভাঙচুর চালায়।এরপর অপহরণকারীদের গাড়িথেকে নামতে বাধা দিতে থাকে এরপরেই পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় এবং পুলিশ ফাঁড়ির গেট লাগিয়ে দেয় বিক্ষোভ কারিরা।