পশ্চিম রাঙ্গামাটিয়া ইয়ুথ ক্লাবের পরিচালনায় ২১ তম সুভাষ গ্রামীণ বই মেলার সূচনা
বেঙ্গল মিরর, কাজল মিত্র :- পশ্চিম রাঙ্গামাটিয়া ইয়ুথ ক্লাবের পরিচালনায় ২১ তম বর্ষে পদার্পণ করল এবছরের সুভাষ গ্রামীণ বইমেলা । স্থানীয় বইপ্রেমীদের উপস্থিতিতে ফিতে কেটে প্রদীপ প্রজ্বলন করে এই বইমেলার উদ্বোধন করেন বারাবনির বিধায়ক পত্নী তথা সমাজ সেবিকা সুচিস্মিতা উপাধ্যায় ,এছাড়াও এদিন উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মো. আরমান, পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাসপতি মণ্ডল ও সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র, সমাজসেবী দেবদাস চ্যাটার্জি , বিশিষ্ট সমাজসেবী ভোলা সিং এবং ক্লাব সম্পাদক মিঠুন তালুকদার , সভাপতি শুভেন্দু নাথ ,সহ সভাপতি সঞ্জীব দাস , রূপনারায়নপুর
প্রধান অপর্না দাস , উপপ্রধান সন্তোষ চৌধুরী,সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তি বর্গ । এরপরে সকলে মেলা চত্বরের প্রতিটি বইয়ের দোকান ঘুরে দেখেন ও বইপ্রেমীদের বই কেনার জন্য উৎসাহিত করেন।
একই সাথে এই বই মেলা থেকে একটি স্বরনিকা প্রকাশ করা হয় ।




গ্রামের মধ্যে সুষ্ঠুভাবে দীর্ঘদিন ধরে বইমেলার আয়োজন ও পরিচালনা করার জন্য উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়ে সুচিস্মিতা উপাধ্যায় বলেন – বর্তমান ডিজিটাল যুগে গ্রামেও এত বইপ্রেমী আছেন এখানে প্রথমবার এসে সেটা তিনি উপলব্ধি করেন ।তিনি বলেন আশাকরি এই বইমেলা বইপ্রেমীদের বইয়ের প্রতি আরও আগ্রহ সৃষ্টি করবে। তিনি বইমেলায় আসার ও বই কেনার জন্য এলাকাবাসীদের আহ্বান জানান। একই সাথে তিনি বলেন – বই আমাদের শ্রেষ্ঠ বন্ধু।কারন আমরা বই পরেই বাইরের জগতটাকে প্রথম জানি ।
এদিন ক্লাবের সভাপতি শুভেন্দু নাথ জানান প্রতিবছরের ন্যায় এ বছরও তাদের এই বইমেলা আজ থেকে শুরু হল এই বইমেলা চলবে ৮ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত ।মেলায় বিভিন্ন ধরনের ভাষার বই এর স্টল এসেছে ।
মোট ৫৩ টি বইয়ের স্টল বসেছে ।বিশেষ করে কচিকাঁচাদের জন্যে ছবি আঁকার বই ,গল্পের বই ,সহ আরো নানান ধরণের বই ।একই সাথে এই কদিন ধরে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।তাছারা একদিন স্বেচ্ছায় রক্ত দান শিবির এর আয়োজন করা হয়েছে ।