অন্ডালের বালি ঘাটে উত্তেজনা, বিজেপি কর্মীদের সঙ্গে ব্যবসায়ীদের বিবাদ, পরিস্থিতি সামলাতে পুলিশ
বেঙ্গল মিরর, অন্ডাল, রাজা বন্দোপাধ্যায়ঃ বুধবার পশ্চিম বর্ধমান জেলার আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্ডালের শ্রীরামপুর বালি ঘাটে বিজেপি কর্মীদের সঙ্গে বালি ব্যবসায়ীদের বিবাদের ঘটনা ঘটলো। বুধবারের এই ঘটনায় গোটা এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
জানা গেছে, এদিন বিজেপি কর্মীরা শ্রীরামপুর বালি ঘাটে পৌঁছান। তারা অবৈধ খনন এবং চালান ছাড়া গাড়ি চলাচলের অভিযোগ তুলে হট্টগোল শুরু করেন। এরপর দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।
বিজেপির অভিযোগ, এই ঘাট থেকে বৈধ কাগজপত্র ছাড়াই বালি বোঝাই গাড়ি বার হচ্ছে। রাস্তায় সেই গাড়ি নিয়ে যাওয়ার জন্য পুলিশ সহ অনেককে ঘুষ দেওয়া হচ্ছে।




বিজেপির ব্লক সভাপতি রাখাল চন্দ্র দাস বলেন, এখানে সরকারি টেন্ডার হয়েছে। কিন্তু নিয়ম মানা হচ্ছে না। আমরা চালান দেখতে চাইলে সেখানে থাকা লোকজন নানা অজুহাত দেখিয়ে পালিয়ে যায়।
জানা গেছে, বালি বোঝাই গাড়ির চালকরা কাগজপত্র দেখাতে অস্বীকার করেন। দুপক্ষের মধ্যে বাদানুবাদ ও তর্কাতর্কি শুরু হয়। যা নিয়ে গোটা পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে অন্ডাল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ দুপক্ষকে শান্ত করে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।