দুর্গাপুর নিউটাউন শিপ থানার ” ফিরে পাওয়া “, সাইবার অপরাধে খোয়া যাওয়া ৪ লক্ষ টাকা ও ১৫ টি মোবাইল ফেরত
বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দ্যোপাধ্যায়ঃ আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের দুর্গাপুর নিউ টাউনশিপ থানা এলাকায় সাইবার অপরাধীরা বেশ কিছু মানুষের কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেয়। পাশাপাশি বেশ কিছু ঘটনায় কয়েকজনের মোবাইল ফোন খোয়া গেছিলো। সেইসব ঘটনা নিউটাউন শিপ থানায় অভিযোগ আকারে দায়ের হয়েছিলো। পরবর্তী কালে পুলিশ তদন্তে নেমে টাকা ও মোবাইল ফোন উদ্ধার করে।




বৃহস্পতিবার নিউ টাউনশিপ থানায় ” ফিরে পাওয়া” অনুষ্ঠানের মাধ্যমে সেই সমস্ত মানুষদের টাকা ও মোবাইল ফেরত দেওয়া হলো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিপি সুবীর রায়, সি আই (এ) রণবীর বাগ, নিউ টাউনশিপ থানার ওসি নাসরিন সুলতানা সহ পুলিশের বিভিন্ন আধিকারিকরা। মোট ৪ লক্ষ টাকা ও ১৫ টি মোবাইল ফোন ফেরত দেওয়া হয় এদিনের অনুষ্ঠানে। স্বাভাবিক ভাবেই টাকা ও মোবাইল ফোন ফিরে পেয়ে খুশি এলাকার মানুষজনেরা।