আসানসোল সৃষ্টিনগর কতৃপক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগ বাসিন্দাদের
আমরা আলোচনা করে সব সমস্যার সমাধান চাই : বিনয় কুমার চৌধুরী
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দ্যোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ ( Asansol Shrishtinagar Controversy ) আসানসোলের বিবেকানন্দ সরণির আসানসোল সৃষ্টিনগরের আবাসিক বাসিন্দারা সৃষ্টিনগর ম্যানেজমেন্ট বা কতৃপক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুললেন। তাদের তরফে বাসিন্দাদের স্বার্থে একাধিক দাবি তোলা হয়েছে। যদিও, সৃষ্টিনগর কতৃপক্ষ বাসিন্দাদের তোলা সব অভিযোগ মানতে চাননি। দাবির ব্যাপারে, কতৃপক্ষের মন্তব্য, আলোচনায় বসে সব সমস্যার সমাধান করা যেতে পারে।
বৃহস্পতিবার সকালে সৃষ্টিনগরের দুর্গা মন্দিরে এক সাংবাদিক সম্মেলনে বাসিন্দারা তাদের অসন্তোষ প্রকাশ করেন। কতৃপক্ষের বিরুদ্ধে সরব বাসিন্দারা বলেন, তাদের দেওয়া ফি না চার্জের অনুপাতে কর্তৃপক্ষের প্রদত্ত সুযোগ-সুবিধা খুবই নগণ্য। বাসিন্দাদের অভিযোগ, কর্তৃপক্ষ স্বেচ্ছাচারী ও স্বৈরাচারী মনোভাব অবলম্বন করে তাদেরকে হয়রানি করছে।




সাংবাদিক সম্মেলনে বাসিন্দারা, অনৈতিক ফি বৃদ্ধি না করা , দুর্নীতি বন্ধ, ক্লাবের অ্যাকাউন্টে স্বচ্ছতা আনা, পর্যাপ্ত জল সরবরাহ নিশ্চিত করা, জমি রেজিস্ট্রেশন সম্পন্ন করা এবং শিশুদের জন্য খেলার মাঠ সহ মৌলিক সুযোগ-সুবিধা প্রদানের মতো বেশ কয়েকটি দাবি তুলে ধরেন। তারা বলেন, এই বিষয়গুলিতে মনোযোগ দেওয়ার পরিবর্তে, কতৃপক্ষ বাসিন্দা বা আবাসিকদের সঙ্গে স্বেচ্ছাচারী আচরণ করছে। যা বাসিন্দাদের মধ্যে ক্ষোভ বৃদ্ধি করছে।
এই সাংবাদিক সম্মেলনে শহরের নিউরো সার্জেন ডাঃ সোহাগ বসু ও রামাধর সিং সহ অনেকেই উপস্থিত ছিলেন। ডাঃ বসু ও সিং বলেন, আমরা যে ফি দিচ্ছি তার বিনিময়ে ন্যূনতম সুযোগ-সুবিধা পাচ্ছি না। কোন কমিটি এখনো পর্যন্ত তৈরি করা হয় নি। কতৃপক্ষকে এই ব্যাপারে বলা হয়েছে ও হচ্ছে। কিন্তু তাদের পক্ষ থেকে কোনও জবাবদিহি নেই । কোন পদক্ষেপ নেওয়া হচ্ছে না। আমরা দাবি করছি যে এই সমস্যাগুলি অবিলম্বে সমাধান করা হোক। একই সাথে, ডাঃ সোহাগ বসু ও রামাধর সিং কতৃপক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে বলেন, ক্লাবের হিসাবে স্বচ্ছতার অভাব রয়েছে। যখন তখন ফি বৃদ্ধি সম্পূর্ণ অন্যায্য। তারা সৃষ্টিনগরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে বলেন, যুবক-যুবতীরা এখানে এসে মদ্যপান করে। নানা ধরনের বাজ কাজ করা হয়। কিন্তু তাদের দেখা বা আটকানোর কেউ নেই।
বাসিন্দারা এদিন হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি তাদের দাবি পূরণ না হয়, তাহলে তারা আরও কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবেন। আপাততঃ আগামী ১২ এপ্রিল একটি প্রতিবাদ মিছিল বার করা হবে সৃষ্টিনগরের বাসিন্দাদের তরফে। মিছিল শেষে কতৃপক্ষকে একটি দাবি সম্বলিত স্মারক লিপি দেওয়া হবে।

এই বিষয়ে আসানসোল সৃষ্টিনগর কতৃপক্ষের তরফে বেঙ্গল সৃষ্টি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট লিমিটেডের গ্রুপ হেড (প্রোপার্টি ম্যানেজমেন্ট) বিনয় কুমার চৌধুরী বলেন, আমরা আবাসিকদের সুবিধা ও অসুবিধার দিকটা সবসময় দেখি। আমরা সবসময় বলি, কথা বলে সমস্যা মিটিয়ে নিতে। এই সৃষ্টি নগরের ভেতরে একটা মল আছে। সেখানে বাইরে লোকেরা আসেন। তাদের পার্কিংয়ের ব্যবস্থা আছে। নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। নিরাপত্তা রক্ষীরা রয়েছেন। আসানসোল উত্তর থানার পুলিশ আমাদেরকে সহযোগিতা করেন। তিনি আরো বলেন, এবারেও আমরা আবাসিকদের আলোচনার জন্য ডেকেছিলাম। তারা বলেছেন, মিছিল করে ডেপুটেশন দেবেন। আমরা তাতেই রাজি আছি। আমরা আলোচনা করে সব সমস্যার সমাধান চাই।