রূপনারায়ণপুর ফাঁড়ির ঢিল ছোড়া দূরত্বেই দুঃসাহসিক চুরি
বেঙ্গল মিরর, কাজল মিত্র :- রূপনারণপুরে আবারও চুরির ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী এবার জনসমাগম এলাকা ঠিক পুলিশ ফাঁড়ির ঢিল ছোঁড়া দূরত্বেই চুরি হয়ে গেল বাড়ির আলমারি থেকে লক্ষাধিক টাকার সামগ্রী ।
জানা যায় যে সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ির ঠিক সামনে,মেন রাস্তার উপর শিবানী অ্যাপার্টমেন্টে দিনে দুপুরে চুরির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।পুলিশের নাকের ডগায় এমন দুঃসাহসিক ঘটনা সাধারণ মানুষের মনে নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ জাগিয়েছে।




শিবানী অ্যাপার্টমেন্টের এস-১ নম্বর বাড়ির বাসিন্দা সুনিতা বন্দ্যোপাধ্যায়, যাঁর স্বামী স্বর্গীয় অরুণ বন্দ্যোপাধ্যায়, গত ৯ই এপ্রিল বাড়িতে তালা দিয়ে পরিবারের সঙ্গে জামশেদপুর যান।পরের দিন অর্থাৎ ১০ই এপ্রিল সন্ধ্যায় প্রতিবেশীরা বাড়ির সামনের তালা ভাঙা দেখে রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশকে খবর দেন।আজ, ১১ই এপ্রিল বাড়ি ফিরে সুনিতা বন্দ্যোপাধ্যায় দেখেন, তাঁর বাড়ির ভেতরের দৃশ্য তছনছ। চোরের দল বাড়ির তালা ও ইন্টারলক ভেঙে ভেতরে প্রবেশ করে তিনটি আলমারি ভেঙেছে।
সোনার কানের দুল সহ বেশ কিছু মূল্যবান গয়না ও টাকা চুরি গেছে। আশ্চর্যের বিষয়, তাড়াহুড়োয় চোরেরা একটি পিঠে ব্যাগ ফেলে যায়, যার মধ্যে পাওয়া গেছে ছোট সাবল, কাটার, স্ক্রু ড্রাইভার এবং বিভিন্ন ব্যক্তির গুরুত্বপূর্ণ নথিপত্র।এই ঘটনা এলাকার বাসিন্দাদের মধ্যে তীব্র ভয়ের সঞ্চার করেছে। পুলিশ ফাঁড়ি এত কাছে,মেন রাস্তার উপর দিনের আলোয় এমন নির্লজ্জ চুরির ঘটনা কীভাবে সম্ভব, তা নিয়ে স্থানীয়রা হতবাক।এই ঘটনা প্রসঙ্গে অভিরূপ বাবু জানান চোরেরা তিনটি আলমারি ভেঙেছে, কিছু টাকা ও কানের দুল,আংটি সহ বেশ কিছু সোনার জিনিস পত্র চুরি হয়েছে।তিনি আরো বলেন ফাঁড়ির সামনেই মেন রাস্তার উপর চুরি হলে এলাকার মানুষতো ভয়ে থাকবেই।