লছিপুর যৌন পল্লীতে পুলিশের অভিযান, গ্রেপ্তার ৩
বেঙ্গল মিরর, কাজল মিত্র :- কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির লছিপুর এলাকা দিনের দিন দুষ্কৃতিসহ ছিনতাই বাজদের আড্ডা হয়ে চলেছে । আর এদিকে পুলিশ মুখে কুলুপ এঁটে বসে আছে।অভিযোগের ভিত্তিতে দোষীদের ধরা পরল কিছুক্ষণ পর আবার তারা ছাড়া পেয়ে যায়।এক কথায় বলতে গেলে নিয়ামতপুর ফাঁড়ি এলাকায় কিভাবে চলছে এইসব লুট রাজ ?
এমনই আবারো এক ছিনতাই এর ঘটনা প্রকাশ এল বৃহস্পতিবার সকালে ।




ঘটনার সম্পর্কে জানাজায়
বুধবার রাত্রে ঝাড়খন্ড রাজ্যের জামশেদপুর থেকে ওম শংকর সহ চার বন্ধু মিলে আসানসোলের কুলটি বিধানসভা অন্তর্গত লছিপুর নিষিদ্ধপল্লীতে ঘুরতে আসেন ।সেখানে তারা গাড়ি পার্কিং করার সময় তাদের উপর প্রায় চার পাঁচজন ব্যক্তি চড়াও হয় ওম শঙ্কর সহ চার বন্ধুকে বেধড়ক মারতে থাকে এবং তাদের কাছ থেকে নগদ ৫০০০০ টাকা সাথে মোবাইলের মাধ্যমে ৬০ হাজার টাকার ট্রানজেকশন করে নেওয়ার অর্থাৎ ছিনতাই করার অভিযোগ করেন ঝাড়খন্ড রাজ্যের ওম সংকর। ছিনতাই এর ঘটনার পর গতকাল অর্থাৎ বৃহস্পতিবার সকালে তারা কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়িতে তারা মৌখিক অভিযোগ জানায়।
ঘটনার তদন্ত শুরু করে নিয়ামতপুর ফাঁড়ি পুলিশ।এরপর সেই রাতেই নিয়ামতপুর ফাঁড়ি পুলিশ দলবল নিয়ে লছিপুর নিষিদ্ধ পল্লীতে অভিযান চালিয়ে অভিযুক্ত ৩ ব্যক্তিকে গ্রেপ্তার করে বলে জানা যায়।
তাদের নাম গুলি হল মুকেশ পাশওয়ান, চিন্টু রুইদাস, রাহুল শেখ, তারা সকলেই স্থানীয় বাসিন্দা বলে জানা যায়।