দক্ষিণবঙ্গের বনিকসভা ” ফসবেকি” র নতুন কমিটি গঠন, সভাপতি আসানসোলের শচীন রায়
বেঙ্গল মিরর, রানিগঞ্জ, রাজা বন্দ্যোপাধ্যায় ও চরণ মুখার্জিঃ* দক্ষিণবঙ্গের সর্ববৃহৎ বাণিজ্যিক সংগঠন বা বনিকসভা ফেডারেশন অফ সাউথ বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বা ফসবেকির ২০২৫-২০২৭ সালের জন্য একটি নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার রানিগঞ্জের বাঁশড়া এলাকায় সংগঠনের কার্যালয়ে একটি ইনস্টলেশন সেরেমনি অনুষ্ঠিত হয়। আগামী দুবছরের জন্য সংগঠনের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবী ও ব্যবসায়ী শচিন রায়।
নতুন কমিটিতে রানিগঞ্জের সন্দীপ ঝুনঝুনওয়ালাকে মহাসচিব বা সাধারণ সম্পাদক নিযুক্ত করা হয়েছে। উখড়া চেম্বারের মনোজ সরাফকে কার্যকরী সভাপতি ও পবন গুটগুটিয়া, মধুসূদন বন্দোপাধ্যায় , অরুণ ভারোতিয়া, চন্দন বসু , মহেন্দ্র সিং সালুজা, স্বপন কুমার চৌধুরী, মহেন্দ্র শঙ্ঘাই, মধুসূদন দারিপা এবং রোহিত খেতানকে সিনিয়র সহ-সভাপতি হিসেবে নিযুক্ত করা হয়েছে। কোষাধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে রাজেশ কুমার দারুকাকে। প্রদীপ বাজোরিয়াকে সংগঠন সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। রাজেন্দ্র প্রসাদ খৈতান, অশোক কুমার সরাফ এবং অজয় কুমার খৈতান পৃষ্ঠপোষকের ভূমিকায় থাকবেন। সুভাষ চন্দ্র আগরওয়ালকে পৃষ্ঠপোষক ও চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে। বিষ্ণু বাজোরিয়াকে প্রধান উপদেষ্টা নিযুক্ত করা হয়েছে। এস এন দারুকা, ব্রজ মোহন কুণ্ডু, দীপক রুদ্র, মহাদেব দত্ত, নরেশ আগরওয়াল, ওমপ্রকাশ বাজোরিয়া, বিমল পটোয়ারি এবং পবন মাওয়ান্ডিয়া উপদেষ্টা হিসেবে যুক্ত হয়েছেন। আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কবি দত্তকেও সংগঠনের উপদেষ্টা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। আজ এই সমস্ত পদাধিকারীদের দায়িত্ব দেওয়ার অনুষ্ঠান হয়।




সভাপতি নির্বাচিত হওয়ার পর শচিন রায় বলেন, ফসবেকি ব্যবসায়ীদের সংগঠন, যা সবসময় ব্যবসায়ীদের স্বার্থে কাজ করে। জিএসটি নিয়ে কিছু সমস্যা রয়েছে, যা এই ব্যবসায়ী মঞ্চ থেকে তিনি সরকারের সামনে তুলে ধরবেন। তিনি আরো বলেন, বর্তমানে পশ্চিমবঙ্গে শিল্পায়নের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হলো ল্যান্ড সিলিং। অন্য কোনো রাজ্যে ল্যান্ড সিলিং নেই। কিন্তু পশ্চিমবঙ্গে ২৫ একরের বেশি জমি কেউ কিনতে পারেন না। এর বেশি জমি কিনতে হলে প্রথমে জমি কিনে তা সরকারকে লিজে দিতে হয়। শচিন রায় বলেন, এর ফলে অনেক ব্যবসায়ী পশ্চিমবঙ্গে বিনিয়োগে নিরুৎসাহিত হন। তাই তিনি সরকারের কাছে ল্যান্ সিলিং নীতি বাতিলের আবেদন জানাবেন। এছাড়াও তিনি মহিলা ও যুবকদের শিল্পক্ষেত্রে এগিয়ে আনার উপরও জোর দেওয়ার কথা বলেন।