আসানসোল ও দুর্গাপুরে কংগ্রেসের থানা ঘেরাও, বিক্ষোভ
সুপ্রিম নির্দেশে ২৬ হাজার চাকরি বাতিল ও পুলিশের লাঠিচার্জের প্রতিবাদ
বেঙ্গল মিরর, আসানসোল ও দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ সুপ্রিম কোর্টের ২৬ হাজার চাকরি বাতিল ও কসবায় শিক্ষকদের পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে আসানসোল দক্ষিণ ব্লক কংগ্রেসের পক্ষ থেকে রবিবার আসানসোল দক্ষিণ থানায় বিক্ষোভ দেখানো হয়। এই প্রসঙ্গে কংগ্রেস নেতা প্রসেনজিৎ পুইতুন্ডি বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশের পর ২৬,০০০ শিক্ষকের চাকরি বাতিল হয়েছে। কলকাতার কসবা এলাকার ডিআই অফিসে যখন শিক্ষকরা এর বিরুদ্ধে প্রতিবাদ করছিলেন, তখন তাদের উপর নির্মমভাবে লাঠিচার্জ করা হয়। কিন্তু মুর্শিদাবাদে সেই একই পুলিশ লুকিয়ে আছে।




তিনি আরো বলেন, এখন রাজ্য পুলিশের অবস্থা এমন হয়ে গেছে যে তাদের তৃণমূল কংগ্রেসের বালি চোর এবং কয়লা চোরদেরকে পাহারা দিতে হচ্ছে। তিনি বলেন, বাংলায় পুলিশ সম্পূর্ণরূপে অক্ষম হয়ে পড়েছে। এই কারণেই আজ বাংলার আইনশৃঙ্খলা পরিস্থিতি এত খারাপ হয়ে উঠেছে। যখন শিক্ষাক্ষেত্রে কেলেঙ্কারির বিরুদ্ধে সল্টলেকের শিক্ষা ভবনের সামনে শিক্ষকরা বিক্ষোভ করছিলেন, কংগ্রেসের রাজ্য সভাপতি শুভঙ্কর সরকার তাদের জন্য একটি জলের বোতল নিয়ে সেখানে পৌঁছান। তখন পুলিশ জলের বোতলটি ছুঁড়ে ফেলে। শুভঙ্কর সরকারের সাথে দুর্ব্যবহার করে। সমগ্র রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ ভেঙে পড়েছে এবং এখানকার পুলিশ তৃণমূল কর্মীতে পরিণত হয়েছে। তিনি বলেন, পুলিশের উর্দি খুলে তৃণমূলের পোশাক পরা উচিত। অন্যদের মধ্যে ছিলেন ব্লক সভাপতি শাহ আলম ও আসানসোল পুরনিগমের কংগ্রেস কাউন্সিলর এসএম মুস্তাফা।