দুর্গাপুরে দেড় কুইন্টাল তামা ও পিস্তল সহ গ্রেফতার ব্যবসায়ী
বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ দেড় কুইন্টাল তামা ও আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ব্যবসায়ী সুজয় পাল। শনিবার রাতে নাকা চেকিংয়ের সময় ধরা পড়ে এই ব্যবসায়ী। জানা গেছে, শনিবার রাতে দুর্গাপুরের গান্ধী মোড় এলাকায় রাস্তায় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের দুর্গাপুর থানার পুলিশের নাকা চেকিং চলছিলো। সেই সময় ওয়ারিয়া থেকে একটি কালো চারচাকা গাড়ি গান্ধী মোড়ের দিকে আসছিলো। পুলিশ কর্মীরা গাড়িটিকে নাকা চেকিংয়ে তল্লাশি করতে গিয়ে ধরে।




তল্লাশিতে গাড়ির মধ্যে পাওয়া যায় দেড় কুইন্টাল তামার তার। গাড়িতে থাকা দুর্গাপুরের ব্যবসায়ী সুজয় পাল ওরফে কেবুর কাছ থেকে একটি পিস্তল পায় পুলিশ। ব্যবসায়ীকে গ্রেফতার করার পাশাপাশি কালো গাড়িটিকেও আটক করা হয়। রবিবার ধৃত ব্যবসায়ীকে পুলিশি হেফাজত চেয়ে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়।