জামুড়িয়ায় দুটি অবৈধ কয়লা বোঝাই ট্রাক আটক করল সিআইএসএফ
বেঙ্গল মিরর, কাজল মিত্র :- অবৈধ কয়লা বোঝাই দুটি ট্রাক আটক করে জামুরিয়া থানার পুলিশকে তুলে দিল সি আই এস এফ। জানাগেছে আসানসোলের জামুরিয়া থানার ১৯ নম্বর জাতীয় সড়কের জে কে নগর মোড় সংলগ্ন এলাকা থেকে গোপন সূত্রে খবর পেয়ে রবিবার ট্রাক দুটি আটক করে তল্লাশি অভিযান চালায়
সি আই এস এফ টিম । তল্লাশি চলাকালীন তারা দেখেন যে দুটি ট্রাকে কয়লা বোঝাই রয়েছে ।




তবে ট্রাকের কোন বৈধ কাগজ দেখাতে পারেনি গাড়ির চালক ।তবে ট্রাক গুলি আটক করলেও
ট্রাকের চালক পলাতক।যদিও এই কয়লার ট্রাকের বৈধ কোনো নথিপত্র না থাকার কারণে সিআইএসএফ বাহিনী জামুরিয়া থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।এই কয়লা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা খতিয়ে করে দেখছে পুলিশ।