এরপর দিদির গাড়িতে হামলা হবে…সোশাল মিডিয়ায় বিতর্কিত কমেন্ট, দুর্গাপুরে ধৃত অবসরপ্রাপ্ত রেল কর্মী
বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* ” এরপর দিদির গাড়িতে হামলা হবে, বেশি দেরি নেই”। সামাজিক মাধ্যম বা সোশ্যাল মিডিয়ায় এমনই বিতর্কিত মন্তব্য করেছিলেন। যার জেরে শোরগোল পড়ে। আর এরপরই নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রবিবার রাতে গ্রেফতার করা হলো অবসরপ্রাপ্ত এক রেল কর্মীকে । ধৃত অবসরপ্রাপ্ত রেলকর্মীর নাম বাদল লস্কর। তার বাড়ি দুর্গাপুরে। দিন দুয়েক আগে ” এরপর দিদির গাড়িতে হামলা হবে, বেশি দেরি নেই “। সোশ্যাল মিডিয়ায় এমনই উস্কানিমূলক মন্তব্য করেছিলেন বাদল লস্কর বলে অভিযোগ। এরপরেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ বাদল লস্করের সেই পোস্টকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন। তাতে কুনাল ঘোষ লেখেন, “কে এই বাদল ? খুঁজে বের করা হোক ।” এরপরই সেই সূত্র ধরে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের দুর্গাপুর থানায় দুর্গাপুর মহকুমা আদালতের আইনজীবী সুদীপ দেবনাথ গোটা বিষয়টি তুলে ধরে লিখিত অভিযোগ দায়ের করেন।




সেই অভিযোগের ভিত্তিতে রবিবার রাতেই দুর্গাপুরের অশোক এভিনিউ থেকে গ্রেফতার করা হয় বাদল লস্করকে। সোমবার সকালে ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়।অভিযোগকারী আইনজীবী সুদীপ দেবনাথে বলেন , এই ব্যক্তির উস্কানিমূলক মন্তব্যের কারণে দুষ্কৃতিরা উৎসাহিত হয়ে পড়তে পারে। তারা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাণহানির চেষ্টা করতে পারে।তারা পশ্চিমবঙ্গের যে কোন জায়গায় যে কোন সময়ে মুখ্যমন্ত্রীর ওপর হামলা করতে পারে। তাই তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। আমি তাই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছি।
পুরো ঘটনা নিয়ে ইস্পাত নগরীতে রাজনৈতিক তর্জা শুরু হয়েছে। দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘোড়ুই বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কখন কি বলেন তিনি নিজেই তা জানেন না। আর সেই জন্যই বাংলার মানুষ কমেন্ট শুরু করেছেন । এবার তো বাংলার মানুষেরা রাস্তায় নামবেন। তারা প্রতিবাদ করবেন ও গাড়ি আটকাবেন। পুলিশ কত জনকে গ্রেফতার করবে বলে প্রশ্ন তোলেন বিজেপি বিধায়ক।
এদিকে, এই প্রসঙ্গে রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, আমরা হতচকিত ও অবাক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে হামলা হতে পারে বলে কেউ মন্তব্য করতে পারেন? তাও আবার সোশাল মিডিয়ায়? শুভবুদ্ধি সম্পন্ন কোন মানুষের মনে এই রকম কোন চিন্তা আসতেই পারে না। যারা এই ধরনের মন্তব্য করেন বা করবেন তাদের বিরুদ্ধে পুলিশ প্রশাসন নিশ্চয়ই আইনানুগ ব্যবস্থা নেবে আমাদের আশা। সবকিছুরই তো একটা লিমিট থাকা উচিত। আমি শুনেছি পুলিশ ইতিমধ্যেই এই পোষ্ট করার জন্য ঐ ব্যক্তিকে গ্রেফতার করেছে। আর ঐ ব্যক্তির যদি সত্যিই কোন পরিকল্পনা জানা থাকে তাহলে নিশ্চয়ই পুলিশ তাকে জেরা করে তথ্য নেবে। আর এর পিছনে যে বা যারা আছে, তাদের বিরুদ্ধেও পুলিশ ব্যবস্থা নেবে বলে আমার ধারণা।পুলিশের এক আধিকারিক বলেন, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ঐ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত শুরু করা হয়েছে।