রানীগঞ্জে বাস দুর্ঘটনা আহত যাত্রী
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ: ডক্টর ভিম রাও আম্বেদকরের জন্মদিনে আয়োজিত র্যালিতে যোগ দিতে গিয়ে যাত্রী বোঝায় বাস হল ১৯ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনার শিকার। বাসের মধ্যে থাকা চালক সহ সাত জন যাত্রী এই ঘটনায় আহত হয়েছে। ঘটনা প্রসঙ্গে জানা যায় ই সি এল এর এর একটি বাসে করে জামুড়িয়ার চিচুুড়িয়া থেকে তারা র্যালিতে যোগ দিতে যাচ্ছিল, সে সময়ই ১৯ নম্বর জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা একটি ডাম্পারের পিছনে গিয়ে ওই যাত্রী বোঝাই বাস সজোরে ধাক্কা মারে।




এই দুর্ঘটনায় বাসের মধ্যে থাকা ৬ জন যাত্রী আহত হয়। জানা গেছে চিচুড়িয়ার থেকে বাচ্চা ও মহিলাদের নিয়ে যাচ্ছিল বাসটি। সেই সময় হঠাৎ ১৯ নম্বর জাতীয় সড়কের পাঞ্জাবি মোড় চুন ভাট্টি এলাকায় একটি ডাম্পারের পেছনে ওই যাত্রী বোঝায় বাসটি ধাক্কা মারে। যেখানে এই দুর্ঘটনায় চারজন শিশু ও মহিলা আহত হয়েছে বলে জানা গেছে। এই ঘটনায় আহত সকল যাত্রীদের পুলিশ দ্রুত উদ্ধার করে, আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। সেখানেই গুরুতর আহত গাড়ির চালক ও অপর একজন যাত্রীকে পাঠানো হয়েছে রানীগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে। তবে এই ঘটনার পরপরই ওই ঘটনাস্থল থেকে দাঁড়িয়ে থাকা ঘাতক ডাম্পার টি ঘটনাস্থল ছেড়ে চম্পট দেয়।
রানীগঞ্জ থানার পাঞ্জাবি মোড় ফাঁড়ির পুলিশ ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সকল আহতদের উদ্ধার করে। জানা গেছে একটা ডক্টর ভীমরাও আম্বেদ করের জন্মদিন উপলক্ষে ই সি এল এর সাক্তরিয়া এরিয়ায় একটি অনুষ্ঠান কর্মসূচির আয়োজন করা হয়েছিল যেখানে যোগ দিতে যাচ্ছিল বেশ কিছু স্কুলের ছাত্র-ছাত্রী এই ঘটনায় তাদের অনেকেই আহত হয়েছে। এ ঘটনার পরপরই ঘটনার বেশ কিছু ছবি সমাজ মাধ্যমে লক্ষ্য করা গেছে।