ASANSOL

আসানসোল শহরে ফ্লাইওভার সহ একাধিক দাবি নিয়ে নববর্ষে মন্ত্রীর কাছে ফসবেকি

বেঙ্গল মিরর, আসানসোল রাজা বন্দ্যোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ* আসানসোল শহরের জিটি রোডে উড়ালপুল বা ফ্লাইওভারের দাবি জানালো দক্ষিণবঙ্গের অন্যতম বড় বনিকসভা ফসবেকি বা ফেডারেশন অফ সাউথ বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। ফসব্যাকির প্রতিনিধিদল মন্ত্রীর সাথে দেখা করল। ফেডারেশন অফ সাউথ বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আসানসোলের জিটি রোডে (গোধুলি মোড় থেকে লোকো গ্রাউন্ড মোড় পর্যন্ত ) একটি ফ্লাইওভারের দাবি জানিয়েছে। অবিলম্বে এই ফ্লাইওভার নির্মাণের দাবি করা হয়েছে।

ফসবেকির সভাপতি শচীন রায় রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটককে একটি চিঠি লিখে বিষয়টির প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন। বাংলা নববর্ষের সকালে এই প্রতিনিধিদল মন্ত্রীর সাথে দেখা করে একটি চিঠি দেন। বনিকসভা পক্ষ থেকে আরপি খৈতান, পবন গুটগুটিয়া, মনোজ সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।

এই প্রসঙ্গে শচীন রায় বলেন, আসানসোল শহরের জিটি রোডে যানবাহনের সংখ্যা দিন প্রতিদিন বেড়েই চলেছে। জিটি রোডে অনেক বেশি মাত্রায় গাড়ি চলাচলের কারণে আসানসোলের বাসিন্দারা ব্যাপক সমস্যার সম্মুখীন হচ্ছেন। এর ফলে যানজট, দুর্ঘটনা এবং জরুরি পরিষেবাতেও সমস্যা বাড়ছে। এই ফ্লাইওভার নির্মাণের ফলে যানজট মুক্ত শহর একদিকে যেমন হবে, তেমনই দুর্ঘটনা কমবে। সাধারণ মানুষের যাতায়াতও সহজ হবে। এছাড়াও, এই ফ্লাইওভার হলে অর্থনীতির দিকটাও চাঙ্গা করবে। শচীনবাবু আরো বলেন, ফসবেকি প্রস্তাবটি মন্ত্রী মলয় ঘটক গুরুত্ব সহকারে শুনেছেন। পাশাপাশি তিনি গোটা বিষয়টি যতটা করার তা করবেন বলে আশ্বাস দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *