ASANSOL

স্বাগত ১৪৩২ : আসানসোলে নববর্ষের সকালে বর্ণাঢ্য প্রভাতফেরি

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ ( Asansol News Today ) আসানসোল শহর তথা আসানসোল শিল্পাঞ্চলে মঙ্গলবার উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে বাংলা নববর্ষের স্বাগত জানানো হয়। এদিন সকাল থেকে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় আসানসোলে। মন্দিরগুলিতে সকাল থেকেই পুজোর জন্য ভিড় লক্ষ্য করা যায়।
বাংলা নববর্ষ ১৪৩২ কে স্বাগত জানাতে এদিন সকালে আসানসোলের জিটি রোডের গীর্জা মোড় থেকে আসানসোল সাংস্কৃতিক মঞ্চের উদ্যোগে একটি প্রভাত ফেরি বার করা হয়। এতে আসানসোল উত্তরের বিধায়ক তথা রাজ্যের আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক, পশ্চিম বর্ধমান জেলা তৃনমুল কংগ্রেসের সভাপতি তথা পান্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, আসানসোল পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, ডেপুটি মেয়র ওয়াসিমুল হক ও অভিজিৎ ঘটক, মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায়, বোরো চেয়ারম্যান রাজেশ তিওয়ারি সহ বুদ্ধিজীবী ও সাধারণ নাগরিকরা অংশ নেন।


এই প্রভাত ফেরি গির্জা মোড় থেকে শুরু হয়ে জিটি রোড ধরে আসানসোলের রাহা লেনের মিউনিসিপাল পার্কে শেষ হয়। এই সময় বেশিরভাগ মানুষ ঐতিহ্যবাহী বাঙালি পোশাকে সেজে উঠেছিলেন, যা অনুষ্ঠানের রঙ আরও বাড়িয়ে তুলেছিল।
পথে বিভিন্ন স্থানে সামাজিক সংগঠনগুলির তরফে প্রভাত ফেরিতে অংশগ্রহণকারীদের জন্য ঠান্ডা পানীয়ের ব্যবস্থা করা হয়েছিল। প্রভাত ফেরির সমাপ্তির পর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে স্থানীয় শিল্পীরা তাদের শিল্পকলা পরিবেশন করেন।
এছাড়াও, নববর্ষের পূর্বসন্ধ্যায় আসানসোল কোর্ট রোড পুজো কমিটির প্রাঙ্গণে নৃত্যায়নের উদ্যোগে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়াও আসানসোল পুরনিগমের বোরো চেয়ারম্যান অনিমেষ দাস, কমিটির সম্পাদক নরেশ আগরওয়াল, সহ-সভাপতি সুরজিৎ সিং মাক্কর প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *