RANIGANJ-JAMURIA

রানিগঞ্জে বন্ধুদের সঙ্গে স্নানে গিয়ে দামোদরে তলিয়ে গেলো খনি কর্মী, তল্লাশিতে ডিজাস্টার ম্যানেজমেন্টের দল

বেঙ্গল মিরর, রানিগঞ্জ, চরণ মুখার্জি ও রাজা বন্দ্যোপাধ্যায়ঃ ( Asansol Raniganj News Today ) চার বন্ধুর সঙ্গে দামোদর নদীতে স্নান করতে নেমে দামোদর নদী ব্রিজের কাছে জলে তলিয়ে গেল ইসিএলের খনি কর্মী এক যুবক। বুধবার দুপুরে এই ঘটনাটি ঘটেছে। পশ্চিম বর্ধমান জেলার আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের জামুড়িয়া থানার কুনুস্তোরিয়ার বাসিন্দা তলিয়ে যাওয়া খনি কর্মী যুবকের নাম অভিজিৎ মন্ডল( ২৫)।


বুধবার দুপুরে অভিজিৎ মন্ডল রানিগঞ্জ থানার বাঁশরার বাসিন্দা তার চার বন্ধুদের সঙ্গে রানিগঞ্জের দিক থেকে একটি বেসরকারি কোম্পানির পাম্প হাউসের অদূরে ব্রিজের নিচে দামোদর নদে স্নান করতে যায়। ঐ জায়গায় নদীর জলের মধ্যে ঘুর্ণি রয়েছে। আর সেখানে স্নান করতে নামতেই ঘুর্ণির টানে হঠাৎ করে তলিয়ে যায় সে। এই ঘটনাটি লক্ষ্য করে দ্রুত ঐ যুবকের সঙ্গে থাকা যুবকেরা থানায় খবর দেয়। আশপাশের লোক ও ঐ যুবকের পরিবারের সদস্য খবর পেয়ে এলাকায় আসে। এদিকে খবর পেয়ে রানিগঞ্জ থানার বল্লভপুর ফাঁড়ি ও মেজিয়া থানার পুলিশ এলাকায় আসে। পুলিশের উপস্থিতিতে একযোগে উদ্ধারকাজ শুরু হয়। কিন্তু দীর্ঘক্ষণ খোঁজ তল্লাশির করলেও তলিয়ে যাওয়া যুবককে দামোদর নদী থেকে উদ্ধার যায়নি।

পুলিশ সূত্রে জানা গেছে, জামুড়িয়ার কুনুস্তোরিয়ার বাসিন্দা অভিজিৎ মন্ডল ইসিএলের সোনপুর বাজারি এরিয়ায় কর্মরত ছিলো।
পরে খবর দেওয়া হলে পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের ডিজাস্টার্স ম্যানেজমেন্টের বিশেষ উদ্ধারকারী দল এলাকায় আসে। তারা স্পিড বোটে করে বারে বারে দামোদর নদীর চারিপাশ তল্লাশি শুরু করে। কিন্তু অন্ধকার হয়ে যাওয়ায় তল্লাশি বন্ধ হয়ে যায়। পরে আলোর ব্যবস্থা করা হয়।
পুলিশের এক আধিকারিক এই প্রসঙ্গে রাত আটটার সময় বলেন, আলো লাগিয়ে যুবকের খোঁজে ডিজাস্টার ম্যানেজমেন্টের দল তল্লাশি করছে। কিন্তু যুবকের কোন খোঁজ মেলেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *