PANDESWAR-ANDAL

ট্রাফিক গার্ড থানার নতুন ভবনের উদ্বোধন করলেন সিপি

বেঙ্গল মিরর, সার্থক কুমার দে, অন্ডাল : অন্ডাল ট্রাফিক গার্ড থানার নতুন ভবনের উদ্বোধন হলো মঙ্গলবার । উদ্বোধন করলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের আধিকারিক সুনীল কুমার চৌধুরী । উপস্থিত ছিলেন ডিসিপি ট্রাফিক ভি,জে সতীশ পশুমরথী । এসিপি ট্রাফিক রাজকুমার মালাকার সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা ।

সিপি সুনীল কুমার চৌধুরী বলেন ২০১১ সালের পর অন্ডাল ট্রাফিক গার্ড থানা তৈরি হয় । অন্ডাল মোরে একটি ছোট অফিস ঘরে ছিল ট্রাফিক গার্ড থানাটি । ওই অফিস ঘর থেকেই এতদিন ট্রাফিক গার্ডের কাজকর্ম পরিচালিত হত । অসুবিধার কথা উপলব্ধি করেই থানার নতুন ভবন নির্মাণ করা হয় । নতুন ভবনটিতে আধিকারিকদের আলাদা আলাদা বসার রুম সহ কর্মীদের কাজ করার সমস্ত রকম সুযোগ-সুবিধা রয়েছে । ভালো কাজের জন্য ভালো পরিবেশের প্রয়োজন । নতুন ভবনটিতে সেই পরিবেশ রয়েছে বলে জানান তিনি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *