কাজী নজরুল বিমানবন্দরে মিস ফায়ার কার্তুজ সহ এক গ্রেপ্তার
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, অন্ডাল :- বুধবার দুপুর ২:৫৫ মিনিট নাগাদ অন্ডালের কাজী নজরুল বিমান বন্দরে চেকিং এর সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে পুলিশ। পুলিশ সূত্রের খবর ধৃত ব্যক্তির কাছ থেকে একটি মিস ফায়ার কার্তুজ উদ্ধার হয়েছে। সঙ্গে সঙ্গে অন্ডাল থানার পুলিশ ব্যক্তিকে গ্রেপ্তার করে।




সূত্র মারফত জানা যায় ধৃত ব্যক্তির নাম মুক্তেশ্বর মিশ্র (৫৫)। ধৃত ব্যক্তি অন্ডাল বিমান বন্দর থেকে দিল্লীর উদ্দেশ্যে যাচ্ছিল। সে ধানবাদের হিন্দুস্থান প্রেস রোড এলাকার বাসিন্দা বলে জানা যায়।
বৃহস্পতিবার ধৃত ব্যক্তিকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে তথ্য পেতে মহামান্য আদালতের কাছে পুলিশি হেফাজতের আবেদন জানানো হবে বলে সূত্র মারফত জানা যায়।