ছাই বহনকারী ডাম্পার চলাচলে ছড়াচ্ছে দূষণ, অতিষ্ঠ বাসিন্দাদের রাস্তা অবরোধ, বিক্ষোভ
বেঙ্গল মিরর, কুলটি, রাজা বন্দোপাধ্যায়ঃ আসানসোলের কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির রাধানগরের জনবসতি এলাকার রাস্তা দিয়ে দীর্ঘদিন ধরে বিষাক্ত কেমিক্যাল মিশ্রিত ছাই বহনকারী ডাম্পার চলাচল করছে। এর ফলে এলাকার পরিবেশ দূষণ হচ্ছে। এলাকার বাসিন্দাদের স্বাস্থ্যেের উপর তার প্রভাব পড়ছে। শিশু থেকে বয়স্করা নানা রোগে আক্রান্ত হচ্ছেন। বারবার এই ব্যাপারে প্রশাসনের কাছে অনুরোধ জানিয়ে কোনো কাজ হয়নি। বাধ্য হয়ে এলাকার বাসিন্দারা বিষাক্ত ছাই পরিবহন অবিলম্বে বন্ধ করার দাবিতে বৃহস্পতিবার
আসানসোলের কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির রাধানগর রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। যা নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।




বিক্ষোভকারীদের অভিযোগ, এই রাস্তা দিয়ে ঢাকা না দিয়ে ডাম্পারে করে ছাই নিয়ে যাওয়া হচ্ছে। এর ফলে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে দোকানদার ও ব্যবসায়ীরা সমস্যার সম্মুখীন হচ্ছেন। তাই এই প্রতিবাদ ও বিক্ষোভ করা হয়েছে । এদিকে এই রাস্তা অবরোধ বিক্ষোভের কারণে রাস্তায় ডাম্পার সহ অন্য গাড়ি দাঁড়িয়ে পড়ে। এলাকায় যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ আসে। পুলিশ অবরোধকারীদের সঙ্গে কথা বলে। দীর্ঘক্ষণ আলোচনার পরে পুলিশের তরফে সমস্যার সমাধানে আশ্বাস দেওয়া হয়। এরপরেই নিয়ামতপুর ফাঁড়ির পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়।
এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা বলেন, এলাকার মানুষেরা এদিন রাস্তা অবরোধ করতে বাধ্য হয়েছেন। পুলিশ ৭ দিন সময় নিয়েছে। তিনি বলেন, যদি ৭ দিনের মধ্যে তার সমস্যার সমাধান না হয়, তাহলে আগামী দিনে আরো বড় আকারে প্রতিবাদ আন্দোলন করা হবে।