জীবিতকে মৃত দেখিয়ে জাল নথি বানিয়ে অন্যের জমি বিক্রি করার অভিযোগে গ্রেপ্তার হলো দু’জন
।বেঙ্গল মিরর, সার্থক কুমার দে, অন্ডাল : জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে জাল নথি বানিয়ে অন্যের জমি বিক্রি করার অভিযোগে গ্রেপ্তার হলো দু’জন । অন্ডাল থানার কাজোড়া এলাকার ঘটনা । ধৃতদের বৃহস্পতিবার পেশ করা হয় আদালতে । বাম আমলের শেষের দিকে অন্ডালে বিমান নগরী গড়ে ওঠার পর খনি এলাকায় এক ধাক্কায় বেড়ে যাই জমির চাহিদা সেই সাথে বাড়ে জমির দামও । জমি কেনা বেচার সূত্রে গড়ে ওঠে দালাল চক্র । বর্তমানে এই দালালচক্রের অত্যাচারে অতিষ্ঠ এলাকার বাসিন্দারা । জোর করে জমি দখল সহ ভুয়ো নথি বানিয়ে প্রকৃত মালিকের অজান্তেই সেই জমি অন্যকে বিক্রি করে দেওয়ার ভুরি ভুরি অভিযোগ উঠছে দালালদের বিরুদ্ধে । এরকমই একটি অভিযোগে বুধবার দুজন জমি প্রতারককে গ্রেপ্তার করেছে অন্ডাল থানার পুলিশ । ধৃতদের নাম চন্দন হাজরা ও শুভময় চক্রবর্তী । দুজনেই কাজোরা গ্রামের বাসিন্দা । একজন জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়ো নথি বানিয়ে সেই জমি অন্যজনকে বিক্রি করে দেওয়ার অভিযোগে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ ।




ঘটনা সূত্রে জানা গেছে কাজোরা গ্রামের বাসিন্দা শান্তনু হাজরার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয় । শান্তনু বাবু কাজোরা গ্রামের বাসিন্দা হলেও একসময় কর্মসূত্রে তিনি বিদেশে থাকতেন । বর্তমানে পরিবার নিয়ে থাকেন কোলকাতাতে । কাজোরা এলাকায় শান্তনু বাবুর বেশ কিছু পৈত্রিক জমি রয়েছে । সম্প্রতি তিনি জানতে পারেন অন্ডাল থানার বিপরীতে গোকুলধাম এলাকায় তার জমি কেউ বা কারা ভুয়ো নথি বানিয়ে বিক্রি করে দিয়েছে । নথিতে শান্তনু বাবুকে মৃত ও অন্য এক ব্যক্তিকে সেই জমির উত্তরাধিকারী দেখিয়ে জাল নথি তৈরি করা হয় । সেই নথি দেখিয়ে জমিটি বিক্রি করা হয়েছে । বিষয়টি নিয়ে তিনি কলকাতা হাইকোর্টে অভিযোগ দায়ের করেন । ঘটনার তদন্তে নেমে পুলিশ চন্দন হাজরা ও শুভময় চক্রবর্তীকে বুধবার গ্রেফতার করে । বৃহস্পতিবার তাদের পেশ করা হয় দুর্গাপুর মহাকুমা আদালতে । জিজ্ঞাসাবাদের জন্য ধৃতদের হেফাজতের আবেদন জানানো হবে বলে পুলিশ সূত্রে জানা যায় ।
তবে এবারই প্রথম নই এর আগেও অন্ডাল এলাকায় ভুয়া নথি বানিয়ে অন্যের জমি বিক্রি করার ঘটনা ঘটেছে । কিছুদিন আগেই কাজোরা গ্রামের এক মৃত ব্যক্তির নামে জাল আধার কার্ড সহ অন্য নথি পেশ করে সেই জমি বিক্রি করে দেওয়ার অভিযোগে দক্ষিণখন্ড গ্রামের এক বাসিন্দাকে গ্রেপ্তার করেছিল পুলিশ । ধৃত ব্যক্তি পরে জামিন পেলেও বর্তমানে সেই মামলাটি বিচারাধীন রয়েছে, এমন অবস্থায় আরও একটি জমি জালিয়াতির ঘটনা সামনে আসাই আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এলাকার জমি মালিকদের মধ্যে ।