ASANSOL

আসানসোলের ডিআরএম অফিসে রেল কর্মী সংগঠনের ধর্ণা অবস্থান

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দ্যোপাধ্যায়ঃ বিভিন্ন দাবিতে আসানসোলে ডিআরএম অফিসের সামনে ইস্টার্ন রেলওয়ে মেনস্ ইউনিয়নের পক্ষ থেকে ধর্ণা অবস্থানের মধ্যে দিয়ে বিক্ষোভ দেখানো হয়। এই বিক্ষোভে ইস্টার্ন রেলওয়ে মেনস্ ইউনিয়নের সকল সদস্যরা উপস্থিত ছিলেন। তারা রেল মন্ত্রকের কর্মপদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে অবস্থান কর্মসূচি পালন করেন।

এই প্রসঙ্গে সংগঠনের নেতা সুধীর রায় বলেন, এদিন আসানসোল ডিআরএম অফিসের সামনে ইস্টার্ন রেলওয়ে মেনস্ ইউনিয়নের পক্ষ থেকে একটি অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়েছ। রেল মন্ত্রক যেভাবে প্রতিটি বিভাগে আউটসোর্সিং করছে, তাতে মানুষ কর্মসংস্থান হচ্ছে না। বহু পদ খালি আছে কিন্তু সেগুলো পূরণ হচ্ছে না। এছাড়াও, তিনি অভিযোগ করেন যে রেল আধিকারিকরা রেল কর্মীদের সাথে দুর্ব্যবহার করেন। কর্মীদের সঙ্গে ভালো আচরণও করা হয় না। সুধীর রায় বলেন, লোকো রানিং স্টাফদের বিশ্রাম ছাড়াই একটানা ট্রেন চালাতে হচ্ছে। যে কারণে যাত্রীদের পাশাপাশি তাদের নিরাপত্তাও ঝুঁকির মধ্যে রয়েছে। শুধু তাই নয়, বেশি কাজ করার জন্য ওভারটাইম বা অন্যান্য সুযোগ-সুবিধাও দেওয়া হয় না। তার দাবি, কর্মচারীকে পদ অনুযায়ী কাজ করতে বলা হোক। এদিন এই দাবিগুলি নিয়ে ইস্টার্ন রেলওয়ে মেনস্ ইউনিয়নের পক্ষ থেকে ধর্ণা অবস্থানের পরে ডিআরএমের কাছে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *