আসানসোলে কালচারাল এন্ড লিটারেরি ফোরাম অফ বেঙ্গলের ” এসো হে বৈশাখ “
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ আসানসোলের রবীন্দ্র ভবন প্রাঙ্গণে বাংলা নববর্ষ উপলক্ষে শনিবার সন্ধ্যায় কালচারাল এন্ড লিটারেরি ফোরাম অফ বেঙ্গল একটি অনুষ্ঠানের আয়োজন করে । ” এসো হে বৈশাখ ” নামের এই অনুষ্ঠানে আসানসোল এবং আশেপাশের এলাকার শিল্পীরা বিভিন্ন সাংস্কৃতিক পারফরম্যান্স পরিবেশন করেন। এছাড়াও, আসানসোলের ২০ জন সাহিত্যিককে সম্মানিত করা হয়।




এই প্রসঙ্গে সংগঠনের রাজ্য সভাপতি জিতেন্দ্র তিওয়ারি বলেন, সংগঠনের প্রথম দিন থেকেই আমার প্রচেষ্টা ছিল যে কলকাতার মানুষ যেমন তাদের সাহিত্যিক ও শিল্পীদের নিয়ে গর্ব বোধ করে, তেমনি আসানসোলের মানুষও যেন তাদের শিল্পীদের নিয়ে একই রকম উষ্ণতা অনুভব করে। তিনি বলেন, আসানসোলে এমন শিল্পী, এমন সাহিত্যিক আছেন যারা অন্য কারও চেয়ে কম নন। কিন্তু তারা তাদের প্রাপ্য সম্মান পান না। এটি তার সংগঠনের একটি প্রচেষ্টা এবং আজ আসানসোলের ২০ জন সাহিত্যিককে তার সংগঠন সম্মানিত করছে।
জিতেন্দ্র তিওয়ারি বলেন, এই সাহিত্যিকদের সম্মান জানাতে পেরে তিনি নিজেও সম্মানিত বোধ করছি। এর সাথে তিনি বলেন, বই কেনা এবং পড়ার অভ্যাস দিন দিন কমে যাচ্ছে। তাই সংগঠনের তরফে এই সাহিত্যিকদের প্রতিটি রচনার একটি করে কপি সদস্যরা কিনবেন। এটি সমাজকে আবার বই কেনা এবং পড়ার অভ্যাস গড়ে তোলার বার্তা দেওয়ার একটি প্রচেষ্টা মাত্র।