বার্নপুরে বন্ধ গাড়িতে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য
বেঙ্গল মিরর, বার্নপুর : বার্নপুরে বন্ধ গাড়িতে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্যবার্নপুর: হীরাপুর থানা এলাকার শ্যাম বাঁধের সালমান মুড়ি ফ্যাক্টরির কাছে শিবাজী মাঠের সন্নিকটে একটি বন্ধ গাড়ির ভিতরে এক অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ পাওয়া গেছে, যার ফলে সমগ্র বার্নপুর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে হীরাপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। এখনও পর্যন্ত মৃতদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি, যার কারণে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।













গাড়ির মালিক পবন দুবে জানিয়েছেন, তিনি কাজের সূত্রে সবসময় ব্যস্ত থাকেন। শনিবার সন্ধ্যায় তিনি বাড়ি মাঠে অবস্থিত মন্দিরে পুজো দিতে যাওয়ার জন্য গাড়ি খুলতে গিয়েছিলেন। গাড়ির কাচে ধোঁয়ার মতো দাগ দেখে তিনি ভেবেছিলেন কাচ ফেটে গিয়ে এমন হয়েছে। কিন্তু গাড়ি খুলতেই তিনি গদির উপর একজন ব্যক্তিকে অচেতন অবস্থায় দেখে হতবাক হয়ে যান। পবন জানান, তাঁর গাড়ি সবসময় তালাবন্ধ থাকে এবং তিনি ওই ব্যক্তিকে চেনেন না।
ঘটনাটি দেখে তিনি প্রথমে পড়শিকে জানান এবং তারপর পুলিশকে খবর দেন। হীরাপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে তদন্ত শুরু করেছে। পুলিশ মৃতদেহের পরিচয় শনাক্ত করার পাশাপাশি এই রহস্যময় ঘটনার কারণ অনুসন্ধানে নেমেছে। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে এবং এলাকায় এটি এখন আলোচনার বিষয় হয়ে উঠেছে।

