PANDESWAR-ANDAL

কুমারডিহিতে কঙ্কাল উদ্ধার কাণ্ডে নমুনা সংগ্রহ করল ফরেনসিক দল

বেঙ্গল মিরর, সার্থক কুমার দে, পাণ্ডবেশ্বর : শনিবার কুমারডিহি পার্কের ভেতর ও সংলগ্ন এলাকায় উদ্ধার হয় কঙ্কাল । উদ্ধার হওয়া কঙ্কাল এলাকার নিখোঁজ যমজ বোনের বলে বাড়ছে সন্দেহ । সোমবার কঙ্কাল উদ্ধার হওয়া জায়গা থেকে নমুনা সংগ্রহ করলো ফরেনসিক দল ।গত ডিসেম্বর মাসের ১ তারিখ কুমারডিহি গ্রামের ১০ বছর বয়সের দুই যমজ বোন রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যাই । পুলিশ তদন্ত শুরু করলেও এতদিনেও নিখোঁজ রহস্যের জট কাটেনি ।

আচমকা গত শনিবার কুমারডিহির ডিহি পার্ক ও সংলগ্ন খোলা মাঠ থেকে কয়েকটি কঙ্কাল উদ্ধার হয় । সেই সাথে উদ্ধার হয় মাথার খুলি, চুল, পোশাকের টুকরো কাপড়, জুতো । পোশাকের টুকরো ও জুতো দেখে নিখোঁজ বোনেদের আত্মীয়রা এগুলি নিখোঁজ বোনেদের বলে সনাক্ত করে । ঐদিন তদন্তকারীরা বলেন উদ্ধার হওয়া কঙ্কালের ডিএনএ টেস্টের পরই জানা যাবে এগুলি নিখোঁজ শিশুদের কি না । শনিবার যে জায়গা থেকে কঙ্কাল উদ্ধার হয় সেই জায়গাগুলি ব্যারিকেড করে নজরদারির জন্য পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়ার মোতায়েন করে পুলিশ ।

সোমবার সকালে প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর এনে ওই জায়গায় নতুন করে খোঁজ শুরু করে পুলিশ । দুপুর দুটো নাগাদ ঘটনাস্থলে এসে পৌঁছাই তিন সদস্যের ফরেন্সিক দল । তারা এদিন ঘটনাস্থল থেকে বেশ কিছু নমুনা সংগ্রহ করে সাথে নিয়ে যান । তবে প্রশিক্ষিত কুকুর এনে তল্লাশি ও নমুনা সংগ্রহ নিয়ে পুলিশ অথবা ফরেনসিক দলের সদস্যরা এদিন কোন প্রতিক্রিয়া দেননি । উদ্ধার হওয়া কঙ্কাল নিখোঁজ যমজ বোনের কি না তা নিয়ে স্থানীয়দের মধ্যে কৌতূহলের পাশাপাশি চাঞ্চল্য তৈরি হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *