আসানসোলে শ্রী শ্রী নীলকন্ঠেশ্বর জিউ দেবোত্তর ট্রাস্টের উদ্যোগে গণবিবাহের আসর
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ গণবিবাহের আসর হলো আসানসোল শহরে। মঙ্গলবার দুপুরে আসানসোল গ্রাম শ্রী শ্রী নীলকন্ঠেশ্বর জিউ দেবোত্তর ট্রাস্টের পক্ষ থেকে আসানসোল গ্রামের শিব মন্দির প্রাঙ্গণে এই গণবিবাহের আয়োজন করা হয়েছিল। এই গণবিবাহে রীতি ও আচার মেনে আসানসোল পুরনিগম এলাকার বাসিন্দা তিনজন ছেলের সঙ্গে তিনজন মেয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই বিষয়ে ট্রাস্টের সভাপতি শচীন রায় বলেন, এই প্রচেষ্টা প্রথমবারের মতো করা হচ্ছে। এদিনের অনুষ্ঠানে তিন দম্পতির বিয়ে হচ্ছে।




আসানসোল গ্রামের এই ট্রাস্ট সমাজের পিছিয়ে পড়া শ্রেণীর মানুষের সহায়তার জন্য বিভিন্ন কর্মসূচির আয়োজন করে থাকে। তারই আওতায় এদিন সমাজে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীর ছয় ছেলেমেয়ের গণবিবাহের আয়োজন করা হয়। তাদের বিবাহিত জীবন শুরু করার জন্য প্রয়োজনীয় সব জিনিস তাদেরকে দেওয়া হয়েছে । তিনি আরো বলেন, প্রথমবারের আয়োজনে এদিন তিন দম্পতির বিয়ে হয়েছে।
ভবিষ্যতে, এটি আরও বৃহত্তর পরিসরে এই ধরনের গণবিবাহ সংগঠিত করা হবে।এদিনের গণবিবাহ অনুষ্ঠানে শচীন রায় ছাড়াও স্থানীয় কাউন্সিলর উদয় রায় সহ ট্রাস্টের সদস্য ও আসানসোল গ্রামের মানুষেরা উপস্থিত ছিলেন।