রানীগঞ্জে কিন্নর সমাজের ওপর হামলার প্রতিবাদ
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রাণীগঞ্জ : ( Asansol Raniganj News ) কিন্নর সমাজের পক্ষ থেকে তাদের ওপর হামলার প্রতিবাদে মঙ্গলবার রাণীগঞ্জ থানার পুলিশ আধিকারিকদের সঙ্গে দেখা করলেন অন্ডালের কিন্নর সমাজের সদস্যরা। এদিন তারা নিজেদের বক্তব্যে দাবি করেন দীর্ঘদিন ধরে তারা রাণীগঞ্জ এলাকার বিভিন্ন অংশে মানুষজনদের শুভেচ্ছা জানিয়ে আসছেন, গত কয়েক বছর তাদের জারা শীর্ষে রয়েছেন তারা অসুস্থ থাকার কারণে দীর্ঘ একটা সময় রানীগঞ্জের বেশ কয়েকটি অংশে তারা আসতে পারেননি পরে তাদের সমাজের সদস্যরা রানীগঞ্জ শহরে এসে সকলের কাছে গেলে রানীগঞ্জেরই বেশ কয়েকজন সদস্য যারা নিজেদের কিন্নর বলে আদপে তারা কিন্নর কিনা সে বিষয়টি স্পষ্ট নয়, সেই সকল ব্যক্তিরা তাদের ওপর শিশু বাগান এলাকায় হামলা চালায়। তাদের সদস্যদের ভয় দেখিয়ে হুমকি দিয়ে অস্ত্রশস্ত্র দেখিয়ে এলাকা ছাড়া করে।




এ বিষয়ে প্রেক্ষিতে সংবাদ মাধ্যমের কাছেও তারা বিষয়টি তুলে ধরে পুলিশ প্রশাসন কেউ জানানো হয় এই বিষয়টি বলেই দাবি করেন তারা। আর এবার সেই দলের সদস্যদের তাদের এলাকায় ঘোরাফেরার সময় যাতে কোন রূপ হামলার মুখে পড়তে না হয় সে বিষয়কে সুনিশ্চিত করার লক্ষ্যে পুলিশ প্রশাসনের দ্বারস্থ হলেন । মঙ্গলবার তারা রানীগঞ্জ থানার সেকেন্ড অফিসার শান্তি রঞ্জন ঘোষের সঙ্গে দেখা করেন। পুলিশ আধিকারিক কিন্নর সমাজের নেতৃস্থানীয়দের আশ্বস্ত করেন বিষয়টিকে তারা নজরে রাখবেন। যদিও এ বিষয়ে যাদের বিরুদ্ধে মারধর ও হামলা চালানোর অভিযোগ তারা করেছেন তারা তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে।