জাতীয় সড়কে পুলিশ কর্মীর গাড়িতে ধাক্কা
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, দুর্গাপুর : ১৯ নং জাতীয় সড়কে পুলিশের গাড়িতে ধাক্কা ট্রাকের। টুবড়ে গেল গাড়ি।প্রাণে বাঁচলো পুলিশ কর্মী এবং তাঁর কন্যা। বেশ কিছুক্ষন ব্যাহত হয় দুর্গাপুরের এমএএমসির সংলগ্ন ১৯নং জাতীয় সড়কের যান চলাচল। ঘটনাস্থলে নিউ টাউনশিপ থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে।




মঙ্গলবার দুপুরে বিধাননগর দিক থেকে একটি চারচাকার গাড়িতে করে এক পুলিশ কর্মী লোকনাথ মন্ডল তার মেয়েকে নিয়ে আসানসোলের দিকে যাচ্ছিলেন। তখনই এমএএমসির উড়ালপুলে প্রচন্ড গতিসম্পন্ন অবস্থায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে। পুলিশ কর্মীর গাড়িটি তুবড়ে যায়। হতাহতের কোনো খবর নেই। এই দুর্ঘটনার জেরে ব্যাহত হয় বেশ কিছুক্ষণ যান চলাচল। নিউ টাউনশিপ থানার পুলিশ পৌঁছে ট্রাকটিকে আটক করে এবং ছোট গাড়িটিকে সরিয়ে দেওয়া হয়। তারপরেই স্বাভাবিক হয় যান চলাচল।