ডিওর লরির ধাক্কায় মৃত্যু যুবকের
বেঙ্গল মিরর,।সার্থক কুমার দে, লাউদোহা : ডিওর কয়লা বোঝাই লরির ধাক্কায় মৃত্যু হল এক যুবকের । মৃত যুবকের নাম পরেশ রুইদাস (৩৬) । মঙ্গলবার রাত্রি সাড়ে সাতটা নাগাদ ঘটনাটি ঘটে দুর্গাপুর ফরিদপুর থানার ঝাঁঝরা কলোনি সংলগ্ন নাকড়াকোন্দা এলাকায় । এক প্রত্যক্ষদর্শী জানান মৃত পরেশ রুইদাস রাস্তার পাশের একটি মন্দির থেকে রাস্তার অন্য পাশে যাচ্ছিল । সেই সময় কয়লা বোঝাই লরিটির ধাক্কায় মৃত্যু হয় পরেশের । ঘটনায় উত্তেজন ছড়ায় এলাকায় । ক্ষতিপূরণের দাবিতে মৃতদেহ রাস্তায় রেখে বিক্ষোভ দেখায় স্থানীয়রা ।



