সিআইএসএফ কর্মীকে গুলি করে খুন
বেঙ্গল মিরর, কাজল মিত্র :- বুধবার রাত্রি সাড়ে আটটা নাগাদ সালানপুর থানার ডোমদোহা গ্রামের এক ফাঁকা জায়গায় এ ঘটনা ঘটে। নিহত সুনীল কুমার (45)ঝাড়খন্ড জেলার মিহিজাম বারোই পাড়া গ্রামের বাসিন্দা ।পেশায় সিআই এস এ কর্মী । জানাজায় রাত্রি সাড়ে আটটা নাগাদ
ডোমদোহা গ্রামের ফাঁকা জায়গায় এক যুবককে গুলি করে হত্যা করার ঘটনা সামনে আসে ।সুনীল কুমার পাসওয়ান ও তার এক বন্ধু পঙ্কজ শর্মা দুজনে মিলে ডোমদোহা গ্রামের পাশে একটি নিজেরই কেনা জমির দিকে যায় ।কিন্তু তার বন্ধু
কিছুটা পেছনে থাকায় ঠিক বুঝে ওঠার আগেই বন্ধু গুলির আওয়াজ পায় ।এবং এসে দেখে তার বন্ধু সুনীল পাসবান মাটিতে লুটিয়ে রয়েছে।




সে জানায় তার বন্ধু তাকে ফোন করে ডাকে তখন তার কাছে আসছিল আর তখনই এই ঘটনা ঘটে ।তবে করা ছিল অন্ধকারের কারনে ঠিক বুঝে উঠতে পারেনি । এরপরে সে গ্রামের লোককে খবর দিলে সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ কে খবর দেওয়া হলে ঘটনাস্থলে রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ এসে পৌঁছায় ।ঘটনাস্থলে এসিপি জাবেদ হোসেন ও সালানপুর থানা ইনচার্জ অমিত হাটি সহ ঝাড়খন্ড এলাকার পুলিশ এসে পৌঁছায় । পুলিশ সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছে