কাশ্মীরে জঙ্গি হামলার প্রতিবাদে শিল্পাঞ্চলে বিক্ষোভ
বেঙ্গল মিরর,রাজা বন্দোপাধ্যায়, আসানসোল/দুর্গাপুর: জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে নিরপরাধ পর্যটকদের উপর নৃশংস সন্ত্রাসী হামলার ঘটনায় সারা দেশে ক্ষোভের সৃষ্টি হয়েছে। শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকায় এর তীব্র প্রতিবাদ দেখা গেছে। সীতারামপুরে বিজেপির উদ্যোগে একটি প্রতিবাদ মোমবাতি মিছিল অনুষ্ঠিত হয়। এতে কাউন্সিলর অমিত তুলসিয়ান, প্রাক্তন কাউন্সিলর অভিজিৎ আচার্য বাপ্পা-সহ বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। সকলেই এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা করেন। অন্যদিকে, বার্ণপুরে নাগরিক মঞ্চের ব্যানারে কাউন্সিলর অশোক রুদ্রের নেতৃত্বে একটি মোমবাতি মিছিলের মাধ্যমে এই হামলার প্রতিবাদ জানানো হয়।মিছিলটি সন্ধ্যা সাড়ে সাতটায় বার্ণপুর এবি টাইপ পুজো মণ্ডপ থেকে শুরু হয়ে বার্ণপুর টাউন পুজোর সামনে গিয়ে শেষ হয়।





অন্যদিকে lকাশ্মীরের পহেলগাঁওতে মঙ্গলবার নিরীহ পর্যটকদের উপর জঙ্গিদের দ্বারা বর্বরোচিত হত্যার নিন্দা ও প্রতিবাদ ও নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো এবং ঘটনার পূর্নাঙ্গ তদন্ত ও দোষীদের শাস্তির দাবিতে সরব হলো পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেস। বুধবার সন্ধ্যায় পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের দুর্গাপুরে জেলা কংগ্রেস কার্যালয়ে মোমবাতি জ্বালানোর মাধ্যমে নিহতদের শ্রদ্ধা জানান জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তী। পরে নিহত পর্যটকদের উদ্দেশ্যে নীরবতা পালন করা হয়। অন্যান্যদের মধ্যে এই অনুষ্ঠানে জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক পামলু মজুমদার, দুর্গাপুর ১ নং ব্লক সভাপতি রবীন গাঙ্গুলী, বিপুল ঘোষ, দেবাশীষ কর, বরুণ দাস, রানা অধিকারী কংগ্রেসের কর্মী – সমর্থক সহ পথচলতি সাধারণ মানুষেরা অংশগ্রহণ করেন।
