দুর্গাপুরের পথে আইনজীবীরা কাশ্মীরে জঙ্গী হানার প্রতিবাদে
বেঙ্গল মিরর দূর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ দুর্গাপুর আদালতের আইনজীবিরা বুধবার পথে নামেন । কাশ্মীরের পহেলগাঁওতে মঙ্গলবার জঙ্গী হানায় ২৮ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে তিনজন বাঙালি পর্যটকের মৃত্যু হয় এই জঙ্গী হামলায় । দুর্গাপুরের ছোটবেলা , স্কুল , কলেজ পার করা বিতান অধিকারী এই জঙ্গী হামলায় নিহত হন। স্বাভাবিক ভাবেই তার মৃত্যুতে দুর্গাপুর শোকাহত। দুর্গাপুর আদালতের আইনজীবিরা বুধবার পথে নামেন এই নির্মম হত্যাকান্ডের নিন্দা করে । ধিক্কার জানান তারা।




দুর্গাপুর বার অ্যাসোসিয়েশনের সভাপতি দেবব্রত সাঁই বলেন, এই নির্মম হত্যাকাণ্ডকে ধিক্কার জানাই । এটা মানব সমাজের লজ্জা যে একদল বন্দুকধারী এসে আচমকা নিরীহ পর্যটকদের গুলি করে হত্যা করছে । তিনি আরো বলেন, আমরা নিহতদের পরিবারকে সমবেদনা জানাচ্ছি। তাদের পাশে আছি আমরা। আহতদের দ্রুত সুস্থতা কামনা করি ও আর নিন্দা করছি এই জঙ্গী হামলার । তিনি বলেন, দেশের সরকারের উচিৎ এই ব্যাপারে কিছু একটা করা। কারন বারবার জঙ্গী হামলা ঘটছে আমাদের দেশের মধ্যে।