DURGAPUR

দুর্গাপুর মহকুমা হাসপাতালে উত্তেজনা প্রসূতি মৃত্যুতে, ভুল ইনজেকশন দেওয়ার অভিযোগ

বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ চিকিৎসার গাফিলতিতে প্রসূতি মৃত্যুর অভিযোগ উঠলো। বৃহস্পতিবার সকালে এই ঘটনায় ভুল ইঞ্জেকশন দেওয়ার অভিযোগে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়লো দুর্গাপুর মহকুমা হাসপাতালে। অভিযোগের সঠিক তদন্ত না হলে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল নেতা। পরিস্থিতি সামাল দিতে হাসপাতালে পৌঁছায় নিউ টাউনশিপ থানার বিশাল পুলিশ বাহিনী এবং কমব্যাট ফোর্স। মৃতা প্রসূতির নাম লক্ষ্মী মুর্মু (২২)। মৃতা দুর্গাপুরের কাঁকসার বিদবিহারের সন্ধিপুরের বাসিন্দা।


মৃতা প্রসূতির পরিবারের অভিযোগ, প্রসব যন্ত্রণা নিয়ে লক্ষ্মী মুর্মুকে ভর্তি করা হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে। বুধবার লক্ষ্মী জন্ম দেয় সন্তানের। বুধবার রাতে পেটে যন্ত্রণা শুরু হয় তার। তারপরেই ইনজেকশন দেওয়া হয়। সেই ইনজেকশনের মৃত্যু হয় লক্ষ্মীর, এমনটাই অভিযোগ পরিবারের । চিকিৎসকের যতক্ষণ না শাস্তি হচ্ছে এবং কি কারনে মৃত্যু হল তার জবাব দেওয়া না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি রোগীর আত্মীয় পরিজনদের।
মৃতার বাবা রূপচাঁদ হেমব্রমের অভিযোগ, বুধবার গভীর রাতে আমার মেয়েকে একটি ইনজেকশন দেওয়া হয়। তারপরেই কাঁপুনি শুরু হয়। তারপরেই মৃত্যু হয়। মেয়ের মৃত্যুর পরেও আমাদের জানানো হয়নি। বৃহস্পতিবার সকালে এসে আমরা জানতে পারি। আমরা এর বিচার চাইছি।


এই ঘটনার পরে এদিন সকালে দুর্গাপুর মহকুমা হাসপাতাল চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। মৃতার পরিবারের সদস্যরা হাসপাতালে বিক্ষোভ দেখানো শুরু করেন। খবর পেয়ে পুলিশ হাসপাতালে আসে। পাশাপাশি খবর পেয়ে আসেন তৃনমুল কংগ্রেসের নেতা পঙ্কজ রায় সরকার।
এই প্রসঙ্গে দুর্গাপুর মহকুমা হাসপাতালে সুপার ডা. ধীমান মন্ডল বলেন, সব মৃত্যুই দুঃখজনক। তবে এই প্রসূতির মৃত্যুর আসল কারণ জানা যায়নি। মৃত্যুর কারণ জানতে তদন্ত কমিটি গঠন করা হবে।


তৃণমূল নেতা পঙ্কজ রায় সরকার হুঁশিয়ারি দিয়ে বলেন, ইনজেকশন দেওয়ার পরই কাঁপুনি শুরু হয়েছিলো লক্ষ্মী মুর্মুর সাথে আরো বেশ কিছু প্রসূতিকে। তারপরই লক্ষ্মীর মৃত্যু হয়। আমরা সুপারের কাছে এবং পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছি। সুপার আশ্বাস দিয়েছেন তদন্ত কমিটি গঠন করে পূর্ণাঙ্গ তদন্ত করার। দ্রুততার সাথে মৃত্যুর কারণ জানাতে হবে অন্যথায় আমরা আদালতের পথে হাঁটবো।
পুলিশ জানায়, এই ঘটনা নিয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *