পার্কের ভেতর থেকে উদ্ধার যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার
বেঙ্গল মিরর। সার্থক কুমার দে, পাণ্ডবেশ্বর : পার্কের ভিতর থেকে উদ্ধার হল এক যুবকের ঝুলন্ত মৃতদেহ । মৃত যুবকের নাম প্রিন্স মোদি । বৃহস্পতিবার পাণ্ডবেশ্বর থানার কুমারডিহির “ডিহি” পার্কের ঘটনা । বৃহস্পতিবার সকালে নবগ্রাম পঞ্চায়েতের কুমারডিহির “ডিহি” পার্কের ভিতর উদ্ধার হল প্রিন্স মোদী (১৯) নামে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ । একটি গাছের ডালে দেহটি ঝুলতে দেখেন স্থানীয়রা । খবর পেয়ে ঘটনাস্থলে আসে পাণ্ডবেশ্বর থানার পুলিশ । ময়না তদন্তের জন্য দেহটি উদ্ধার করে নিয়ে যাওয়া হয় থানাতে ।




স্থানীয় সূত্রে জানা যায় বাবা-মায়ের সাথে প্রিন্স মোদি থাকতো কুমারডিহি “এ” কোলিয়ারি এলাকায় । গতকাল রাত ৯টা নাগাদ স্নান করার নাম করে বাড়ি থেকে বের হয় প্রিন্স । তারপর আর বাড়ি ফেরেনি বলে জানা যায় । আজ সকালে পার্ক থেকে উদ্ধার হয় তার ঝুলন্ত দেহ । ঘটনাটি ঘিরে এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য ।